Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের’

দিঘলিয়া প্রতিনিধি

‘বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের’

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, ইতোমধ্যে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপরও যদি কেউ নির্বাচনে নৌকা বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করের তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গত শুক্রবার দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় বিশেষ কর্মী সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নাই। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসনে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বি এম সালাম, মোস্তফা কামাল খোকন, রফিকুর রহমান রিপন, মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, এম এ রিয়াজ কচি, হালিমা ইসলাম, মোজাফ্ফর মোল্লা, ফারহানা নাজনিন, ফারজানা নিশা, সামসুন্নাহার, জামিল খান, কৃষকলীগ নেতা মানিকুজ্জামান অশোক, প্রতাপ কুমার, সরদার জাকির হোসেন প্রমুখ।।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ