Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় পুকুর খনন করতে গিয়ে ডাহার বিলের পানিনিষ্কাশনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে দেবীপুর বিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং আশপাশের প্রায় ৩০০ বিঘা আবাদি জমি তলিয়ে আছে।

বছরের চার থেকে ছয় মাস পর্যন্ত এ জলাবদ্ধতা থাকে। চার বছর ধরে সমস্যাটি চলছে। এ নিয়ে কৃষকেরা একাধিকবার অভিযোগ দিলেও দুর্ভোগের সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে পুকুর খনন করে বিলের নালার মুখ বন্ধ করে দিয়েছেন। ফলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কলেজ মাঠে পানি জমে থাকে। ঠিকমতো ক্লাস করতে পারে না শিক্ষার্থীরা। বন্ধ থাকে খেলাধুলাও। এ ছাড়া মাঠের পাশের জমিতে আমন ধান রোপণ করতে পারেন না কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মাঠ পুরোপুরি পানির নিচে তলিয়ে আছে। বিঘা বিঘা কৃষিজমিও পানির নিচে। যেখানে কৃষকেরা ধানসহ নানা ফসল উৎপাদন করতেন; কিন্তু ২০১৮ সালের পর থেকে এ সময়টাতে কোনো আবাদই করতে পারছেন না।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ‘কলেজ খুললেও মাঠজুড়েই পানি। মাঠ অতিক্রম করে ক্লাস যেতে পারছে না শিক্ষার্থীরা। শুধু কলেজই নয়, আশপাশের ২৫০ থেকে ৩০০ বিঘা ফসলি জমি পানির নিচের তলিয়ে আছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে রয়েছেন কৃষকেরা।’

ওই এলাকার কৃষক নুরুল ইসলাম জানান, তাঁদের এই জমিতে বছরে তিন ধরনের ফসল হতো। এখন শুধু শুকনো মৌসুমে বোরো ধান ছাড়া আর কিছুই হয় না। দুই গ্রামবাসীর খেতগুলো চার থেকে ছয় মাস পানির নিচে থাকে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘ডাহার বিলে প্রভাবশালীরা পুকুর খননের কারণে পানিনিষ্কাশনের মুখ বন্ধ আছে। বরাদ্দ পেলে নিষ্কাশন নালা তৈরির কথা বলেছিলাম কলেজ কর্তৃপক্ষ ও কৃষকদের। এ বছর ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ