বিনোদন ডেস্ক
২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন জাকিয়া বারী মম। আর আজমেরী হক বাঁধন একই বছর দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর দুজনই হয়ে উঠেছেন দেশের মিডিয়ার পরিচিত মুখ। ব্যক্তিজীবনে খুব কাছের বন্ধু তাঁরা। অভিনেত্রী রুনা খানও তাঁদের কাছের মানুষ। কাজের বাইরে রুনা যখনই একটু সময় পান, চেষ্টা করেন কাছের মানুষদের নিয়ে উদ্যাপনের। সম্প্রতি রুনার আমন্ত্রণে পারিবারিক আড্ডায় একত্র হয়েছিলেন এই তিন অভিনেত্রী।