হোম > ছাপা সংস্করণ

দেওয়ানগঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টিতে কৃষকের হাসি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রা ও পানির অভাবে মাঠ শুকিয়ে যাওয়ায় আমনের ফলন নিয়ে শঙ্কায় ছিলেন চাষিরা। এর ওপর হঠাৎ জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি শঙ্কা আরও বাড়িয়ে দেয়। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ভয়ে অনেক চাষিই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পানির অভাব থাকলেও শ্যালো মেশিনে সেচ দিয়ে ৮ হাজার 
৪০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়।

উপজেলার চর কালিকাপুর গ্রামের চাষি আব্দুল কাইয়ুম বলেন, ‘রোপা আমন চাষ প্রকৃতির পানির ওপর নির্ভরশীল। এ বছর পানির অভাবে বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে আমাদের। এর মধ্যে জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।’

এদিকে বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে আমন খেতে পানি জমেছে। তপ্ত রোদে পুড়ে যাওয়া ধানগাছে ফিরেছে সতেজতা। পানির অভাবে যেসব জমিতে চাষিরা আমনের চারা রোপণ করতে পারেননি, বৃষ্টি হওয়ায় তাঁরা চাষের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার গড়ে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে স্বচ্ছন্দে আমন চাষ করতে পারবেন কৃষকেরা। কৃত্রিম উপায়ে পানি সেচে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না তাঁদের।

চাষি আব্দুর রউফ বলেন, ‘শ্যালো মেশিন বসিয়ে কৃত্রিম উপায়ে পানি সেচ দিয়ে পাঁচ বিঘা জমিতে আমন চাষ করেছি। বাড়তি দামে ডিজেল ও সার কেনার খরচ জোগাতে ভোগান্তি পোহাতে হয়েছে। তবে টানা বৃষ্টি হওয়ায় খেতে পানি জমেছে। এতে আমন চাষে হতাশা কেটেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, টানা বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি বছর এ অঞ্চলে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা ছিল। 
তবে বৃষ্টি হওয়ায় সে শঙ্কা দূর হয়েছে। চাষিরা ফেলে রাখা জমিতেও রোপা আমন চাষ করতে শুরু করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ