হোম > ছাপা সংস্করণ

কাজের মেয়ে থেকে ডিজাইনার

বিনোদন ডেস্ক

গ্রামের মেয়ে তুঁতে। ছোটবেলায় মাকে হারিয়েছে। তাঁত বোনায় অসামান্য দক্ষতা তুঁতের। ভালোবাসে সেলাই করতে। বাহারি ডিজাইনের পোশাক বানানোয় তার জুড়ি নেই। গ্রামের সবাই তার কাজের প্রশংসা করে। সবার মতো তুঁতেরও আশা, সে একদিন বড় ফ্যাশন ডিজাইনার হবে। গ্রামের গরিব ঘরের মেয়ে তুঁতের এই গল্প নিয়ে আসছে স্টার জলসা। ‘তুঁতে’ নামেই তৈরি হচ্ছে সিরিয়াল। এটিও এক সাধারণ মেয়ের জীবনসংগ্রামের গল্প। দক্ষতা ও মেধা দিয়ে যে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে। প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।

এর আগে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন দীপান্বিতা। ধারাবাহিকটি শেষ হওয়ার পর ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি’র ক্যাপ্টেনের আসনে বসেছিলেন। ‘তুঁতে’ দিয়ে আবার ধারাবাহিকে ফিরছেন তিনি। খুকুমণি হোম ডেলিভারিতে লড়াকু, প্রতিবাদী তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু, তুঁতে ধারাবাহিকে সাদাসিধে গ্রামের মেয়ে হিসেবেই দেখা যাবে তাঁকে। এতে দীপান্বিতার নায়ক সৈয়দ আরেফিন। তিনি থাকবেন শহরের এক উচ্চবিত্ত পরিবারের ছেলের চরিত্রে, যাঁরা অনেক দিন ধরে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান চালান।

এ বাড়িতে তুঁতে আসে ভাগ্যের সন্ধানে। ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, সৎমা মোটা টাকার লোভে এ বাড়িতে কাজের লোক হিসেবে পাঠিয়ে দেয় তাকে। তুঁতে এসবের কিছুই জানতেন না। ডিজাইনার হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে তুঁতে আসে নতুন বাড়িতে। এ বাড়িতে নতুন পোশাকের সংগ্রহ দেখে খুশি হয়। কিন্তু পরক্ষণেই তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে মেঝে পরিষ্কার করতে বলা হয়।

স্টার জলসায় শিগগিরই শুরু হবে ধারাবাহিকটির প্রচার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন