হোম > ছাপা সংস্করণ

‘রিফিউজি’র জন্যই এমন লুকে ছিলাম

মাসখানেক আগে বলেছিলেন, নতুন চরিত্রের জন্য হেয়ার ডাই করিয়েছেন। সময় এলে কাজটা নিয়ে কথা বলবেন। এখন কি সে সময়টা এসেছে?
-‘রিফিউজি’ সিরিজের মারিয়া চরিত্রের জন্যই তখন প্রস্তুতি নিচ্ছিলাম। অ্যান্টি-টেররিস্ট সেলে কাজ করে এমন একজন নারী পুলিশ কর্মকর্তা মারিয়া। জেনেভা ক্যাম্পে বসবাস করা বিহারি কমিউনিটির সংগ্রাম, প্রতিকূলতা উঠে এসেছে গল্পে। সিরিজটি বানিয়েছেন ইমতিয়াজ সজীব।

‘রিফিউজি’র ট্রেলারে আপনার লুক প্রশংসা পাচ্ছে…
-এ জন্য আমি সমস্ত ক্রেডিট দিতে চাই ‘রিফিউজি’ টিমকে। অভিনয় তো অনেক দিন ধরেই করি। কিন্তু নির্মাতা টিম যদি আর্টিস্টকে ঘিরে প্ল্যান না করে; লুক চেঞ্জ করা, ক্যারেক্টারকে আলাদা করে প্রেজেন্ট করার চেষ্টা যদি টিমের না থাকে, তাহলে একজন শিল্পীর পক্ষে সেটা মেইনটেইন করা সম্ভব হয় না।

প্রস্তুতি কেমন ছিল?
-চরিত্রকে যাতে বিশ্বাসযোগ্য করে তোলা যায়, একটু আলাদা করা যায়, সে জন্য আমাকে ওজন কমাতে বলা হয়েছিল। আমি সে চেষ্টাও করেছি। এসব কারণে এর মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি অসুস্থ হয়ে গেছি কি না! কোনো সমস্যায় আছি কি না! আমি এখন পরিষ্কার জানাতে চাই, এসব কিছু না। ‘রিফিউজি’ সিরিজটির জন্যই এমন লুকে ছিলাম।

কেমন সময় দিতে হয়েছে?
-সময় দিতে হয়েছে অনেক। আমরা রিহার্সালই করেছি ৯-১০ দিন। আলাদা ট্রেইনার ছিলেন আমাদের। মনি ভাই। উনি ওখানকার স্কুলে পড়ান। আমাদের ভাষার ট্রেনিংয়ের জন্য উনি ছিলেন। স্পেশালি সোহেল ও শরীফের জন্য। আমাদের প্রিপারেশন মাসখানেকের। তারপর ১৭-১৮ দিনের শুট। এরপর ডাবিং।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুটিং করেছেন আপনারা। বিহারি কমিউনিটি সম্পর্কে কতটা জানার সুযোগ হলো?
-এ কাজটা করতে গিয়ে দেখার সুযোগ হয়েছে, ওখানে জীবন আসলে কেমন। ওদের সম্পর্কে কমবেশি জানতাম, কিন্তু জেনেভা ক্যাম্পে গিয়ে এত কাছ থেকে আগে দেখা হয়নি। ‘রিফিউজি’র জন্য সে সুযোগটা পেয়েছি।

আফজাল হোসেন এ সিরিজে খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এর আগে ‘মর্নিং কফি’ শর্টফিল্মে একসঙ্গে অভিনয় করেছিলেন আপনারা। তাঁর সঙ্গে এ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
-মজার ব্যাপার হচ্ছে, ‘মর্নিং কফি’তে আফজাল ভাইয়ের চরিত্রটা ছিল অনেকটা হুমায়ূন আজাদের মতো, প্রগতিশীল ধরনের। আর আমার চরিত্রটি ছিল জঙ্গি, বিদেশি মানসিকতায় উদ্বুদ্ধ। আর ‘রিফিউজি’ সিরিজে ঘটেছে একেবারেই উল্টো। মনস্তাত্ত্বিক জায়গাটা, সামাজিক অবস্থান, জীবনবোধ—সব দিক দিয়ে ‘মর্নিং কফি’র একেবারেই উল্টো চরিত্র করেছি আমরা। আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। উনার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। অনুপ্রাণিত হয়েছি।

নতুন কী করছেন?
-দীপ্ত টিভির একটি বিশেষ টেলিফিল্মের কাজ করছি। একটি মেয়ের জীবনযুদ্ধের গল্প নিয়ে এই ফিল্ম।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন