হোম > ছাপা সংস্করণ

সাকিবের পরিকল্পনা নিয়ে ইতিবাচক সতীর্থরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেহেদী হাসান আউটের পর উইকেটে এলেন সাকিব আল হাসান। গতকাল মিরপুরে প্রস্তুতি ম্যাচে লাল দলের অধিনায়ক সাকিবের গায়েই কি না প্রতিপক্ষ সবুজ দলের জার্সি! জার্সির রং যেমনই হোক প্রস্তুতি ভালো হলেই হলো। কিন্তু কতটা ঝালিয়ে নিতে পারলেন তাঁরা, সেটাই প্রশ্ন।  

অনেক খামতিই দেখা গেল প্রস্তুতি ম্যাচজুড়ে। ম্যাচে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এবং তা সাকিবের চাওয়া মেনেই। অধিনায়কের পরিকল্পনা নিয়ে ইতিবাচক ক্রিকেটাররাও।

ম্যাচ শেষে এমনটাই বলেছেন এশিয়া কাপের দলে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, ‘সাকিব ভাই যে সবাইকে পরিকল্পনা দিয়েছেন, অবশ্যই ইতিবাচক মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি, টি-টোয়েন্টি সংস্করণে খুবই ভালো হবে।’

তবে বাংলাদেশ যে আক্রমণাত্মক মেজাজের টি-টোয়েন্টি খেলবে শোনা যাচ্ছে গত কয়েক দিনে, সেটার ছাপ খুব বেশি দেখা গেল না গতকাল। সাকিবের লাল দল আগে ব্যাটিং করে ১৬৫ রান করে। সর্বোচ্চ ইনিংস সাকিবেরই। তবে সেটি খেলতে দুবার ব্যাটিংয়ে নামতে হয়েছে তাঁর। প্রথমবার রান করতে না পারার হতাশা ঘুচিয়েছেন দ্বিতীয়বারে। ২৪ বলের ইনিংসে ৩৬ রান করেন সাকিব। বাউন্ডারি বলতে তিনটাই ছক্কা।

সাকিবের সঙ্গে মোসাদ্দেক হোসেনের ইনিংসটা লাল দলের ব্যাটিংয়ের হাইলাইট। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। প্রস্তুতি ম্যাচেও দুশ্চিন্তা হয়ে থাকল ওপেনিং জুটি।

এশিয়া কাপের দলের দুই ওপেনার এনামুল হক বিজয়-পারভেজ হোসেন ইমন, কেউ-ই বলার মতো রান করতে পারেননি। ওপেনিং জুটি দুশ্চিন্তা হলেও স্বস্তির বাতাস হয়ে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চোটের সঙ্গে লড়েছেন ২৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। চোট কাটিয়ে ফিরে বোলিংটা নিয়ে কিছুটা হতাশা থাকতে পারে তাঁর। ২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে বোলিংয়ের সঙ্গে সাইফউদ্দিন যে শেষ দিকে কার্যকরী ইনিংসও খেলতে পারেন, সেটা গতকাল দেখিয়েছেন।

মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচে নেই  মোস্তাফিজুর রহমান। বিসিবির মেডিকেল সূত্রে জানা গেছে, জিম্বাবুয়েতে পাওয়া অ্যাঙ্কেলের চোটের কারণে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। সরাসরি এশিয়া কাপেই দেখা যেতে পারে তাঁকে। পুনর্বাসনপ্রক্রিয়া চলছে নুরুল হাসান সোহানেরও। আজ এক্স-রে করা হবে তাঁর হাতের। সেটার রিপোর্ট পাঠানো হবে সিঙ্গাপুরে। সেখান থেকে পাওয়া নির্দেশনা মেনে এগোবেন সোহান।

সাইফউদ্দিনের সঙ্গে সবুজ দলের জয়ে বড় অবদান মেহেদীর। প্রথমবার লাল দলের হয়ে শূন্য রানে আউট হন মেহেদী। দ্বিতীয়বার দেখিয়েছেন তিনিও হাত খুলে খেলতে পারেন। ৩১ রানের অপরাজিত ইনিংসে বল খেলেছেন ১৬টি। চারের মার ৭টি। এশিয়া কাপের দলে থাকা বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সাকিব ও নাসুম আহমেদ। তাসকিন অবশ্য সবচেয়ে খরুচে, ৪৯ রান দেন।

লাল-সবুজ দলটা এমনভাবে সাজানো হয়েছে, এশিয়া কাপের দলে থাকা বেশির ভাগ বোলার ছিলেন সবুজ দলে। ব্যাটাররা লাল দলে। তাসকিন-ইবাদতদের সম্ভাব্য সেরা বোলিংটা খেলে, যাতে প্রস্তুতিটা নিতে পারেন সাকিব-মুশফিকরা। প্রস্তুতি ম্যাচে গতকাল মাঠে ছিলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজই নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এই সংস্করণে তাঁর থাকা-না থাকার বিষয়টি চূড়ান্ত হবে। এর মধ্যে ঢাকায়  আসা  টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম হয়তো দলের দায়িত্ব বুঝে নেবেন বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন