হোম > ছাপা সংস্করণ

মামলার আসামি সাবেক অর্থমন্ত্রীও এমপিসহ ২৫৫ জন

কুমিল্লা ও দিনাজপুর প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুলসহ ৮৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় হত্যাচেষ্টা মামলা করেছেন এক আইনজীবী। এদিকে দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে দস্যুবৃত্তির মামলা করা হয়েছে।

জানা গেছে, গতকাল কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে মামলাটি করেন আইনজীবী একরামুল হক মজুমদার। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার খিদর আলীর ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার আরেক আইনজীবী কাইয়ুমুল হক রিংকু। মামলাটি আমলে নিয়ে থানা-পুলিশকে তদন্তের দায়িত্ব দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিক।

মামলার আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নাঙ্গলকোট থানা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদসহ নামীয় ৩৫ ও অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন।

এদিকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে দস্যুবৃত্তির মামলা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কাহারোল থানায় এই মামলা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম। মামলায় মনোরঞ্জন শীল গোপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম ফারুক, ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, আনোয়ার হোসেন, জাহিদুজ্জামানসহ ২০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন