Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত পানি নেই যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত পানি নেই যমুনায়

বর্ষা মৌসুমেও যমুনা নদীতে নেই কাঙ্ক্ষিত পানি। উত্তাল যমুনা এখন অনেকটাই শান্ত। পানি কমায় নদীতে চর জেগে উঠছে। বর্ষাকালে দেখা যাচ্ছে শুষ্ক মৌসুমের চিত্র। এমন পরিস্থিতির জন্য অনাবৃষ্টি আর জলবায়ু পরিবর্তনের প্রভাব দায়ী বলে অভিমত পরিবেশবিদ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় প্রতি বছর জুলাই মাসে ১২ দশমিক ৫০ সেন্টিমিটার থেকে ১৩ মিটার পর্যন্ত পানি থাকত যমুনায়। তবে এ বছর এই সময়ে যমুনা নদীতে পানি প্রায় ২ মিটার কম, যা গত ২০ বছরেও দেখেনি নদীপাড়ের মানুষ।

এ বছর বর্ষা মৌসুমের শুরুতে আষাঢ় মাসে যমুনা নদীর ছিল আগ্রাসী রূপ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জে বন্যার সতর্কবার্তা জারি করা হয়। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট ও কাজীপুর পয়েন্টে যমুনার পানি ছিল বিপৎসীমার ওপর। পানিবন্দী হয়ে পড়ে জেলার পাঁচটি উপজেলার ৫০ হাজার মানুষ।

গতকাল শনিবার সকাল ৬টায় শহর রক্ষা বাঁধ এলাকায় পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯৪ সেন্টিমিটার। আর কাজীপুর পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৯ সেন্টিমিটার। কাজীপুর পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ১৫ দশমিক ২৫ সেন্টিমিটার। নদীতে পানি কমতে কমতে এখন জেগে উঠতে শুরু করেছে চর। ফলে নদীতে নৌ চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পাশাপাশি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে। সেই সঙ্গে মেঘ তৈরি হওয়ার জন্য অনুকূল পরিবেশ প্রকৃতি পাচ্ছে না। ফলে নদীতে পানি কমে যাচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জুলাই মাসে যে পরিমাণ পানি থাকার কথা এ বছর সে পরিমাণ পানি যমুনায় নেই। গতকাল শনিবার সকাল ৬টায় পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯৪ সেন্টিমিটার, যা অন্যান্য বছরের তুলনাই অনেক কম। জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। মূলত বৃষ্টিপাতের ফলে উজানের ঢল যমুনা-পদ্মা নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যায়। কিন্তু এ বছর জুন জুলাই মাসে বৃষ্টিপাত কম হওয়ায় যমুনায় পানি অনেকটা কম রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ