Ajker Patrika
হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

জলাতঙ্ক: ভয় নয়, সচেতনতায় জয়

ডা. এম মুজিবুর রহমান

জলাতঙ্ক: ভয় নয়, সচেতনতায় জয়

পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটি জলাতঙ্ক। রেবিস ভাইরাস সংক্রমিত মারাত্মক এ রোগটি জুনোটিক প্রকৃতির। এই রোগে মৃত্যুহার শতভাগ হলেও এটি প্রতিরোধযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ রিপোর্ট (২০১৮) মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯৬ শতাংশ জলাতঙ্ক সংক্রমণের জন্য কুকুর দায়ী।

 আক্রান্ত রোগী তরল গিলতে গিয়ে গলা ও শ্বাসনালির মাংসপেশি সংকোচনে তীব্র ব্যথা অনুভব করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমন্বয় না হওয়ায় ফুসফুসে পানি ঢুকে অনবরত কাশি হতে থাকে। এই অসহ্য ব্যথা ও কাশির জন্য তৈরি হওয়া ভয়ংকর পরিস্থিতির কারণে পানি দেখলে রোগী আতঙ্কিত হয়ে ওঠে। পানি বা জলের প্রতি তীব্র আতঙ্কের কারণেই এ রোগের নাম জলাতঙ্ক আর ইংরেজিতে হাইড্রোফোবিয়া। দুই ধরনের জলাতঙ্ক রোগ দেখা যায়—ফিউরিয়াস ও প্যারালাইটিক। তবে ফিউরিয়াস ধরনটি বেশি দেখা যায়।

আক্রান্ত মানুষের লক্ষণ

  • ক্ষতস্থানে তীব্র জ্বালাপোড়া
  • জ্বর ও মাথাব্যথা
  • পানিভীতি
  • উজ্জ্বল আলো-বাতাস সহ্য করতে না পারা
  • খিটখিটে মেজাজ, ক্রুদ্ধ আচরণ ও অস্বাভাবিক প্রতিক্রিয়া
  • শেষ পর্যায়ে ক্ষতস্থান পচে যাওয়া, ঘাড় ও গলায় খিঁচুনি হওয়া
     সংক্রামিত কুকুরের লক্ষণ
  • মুখ থেকে অতিরিক্ত লালা ঝরবে
  •  বিভ্রান্ত, অস্থির ও আক্রমণাত্মক দেখাবে
  •  বিনা উসকানিতে কামড়াতে চাইবে
  •  কুকুরের ডাকের শব্দ অস্বাভাবিক মনে হবে
  •  ময়লা, কাঠ, পাথর ইত্যাদি অস্বাভাবিক বস্তু খেয়ে ফেলবে
  • হাড্ডিসার শরীর পরিলক্ষিত হবে

 
কুকুর বা প্রাণী কামড়ে করণীয়

  • ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ১৫ মিনিট ভালো করে ধোয়া
  • কামড়-পরবর্তী টিকা নিতে হবে

 চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
 
জলাতঙ্ক রোগ প্রতিরোধের কার্যকরী সমাধান কুকুরকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া। এতে কুকুরের শরীরে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। ফলে জলাতঙ্ক ভাইরাস কুকুর থেকে কুকুরে কিংবা মানুষে সংক্রামিত হতে পারে না; অর্থাৎ ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করলে মানুষ ও কুকুর উভয়ই নিরাপদ থাকবে।
 
লেখক:  এমডিভি এক্সপার্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, র‍্যাবিস ইন ফাউন্ডেশন, বাংলাদেশ

আরও পড়ুন:

মানসিক সমস্যা হওয়ার আগে সচেতন হোন

শিশুদের বাতরোগ: প্রাথমিকভাবে শনাক্ত হলে ঝুঁকি এড়ানো সম্ভব

জ্বর হলে কখন জরুরি চিকিৎসা প্রয়োজন

হাঁচি-কাশি হলে অবহেলা নয়, সচেতনতা দরকার

আপনার শিশু কি লম্বা হচ্ছে না

ঋতু অনুযায়ী ফল খাওয়ার উপকারিতা

ঈদযাত্রায় সতর্ক থাকুন

নবজাতকের অসুস্থতার লক্ষণগুলো কী

হেপাটাইটিস বি লক্ষণ ও চিকিৎসা

শিশু-কিশোরদের যে ধরনের পানীয় না দেওয়া ভালো