হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে যা খাবেন না

স্বাস্থ্য ডেস্ক

মানুষের দেহে পটাশিয়াম, সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষায় ইউরিক অ্যাসিডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু খাবার আছে, যেগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আর মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হয়ে গেলে শরীরে গেঁটে বাত বা গিরায় ব্যথা, উচ্চ রক্তচাপ, কিডনি অকেজো হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ৭ মিলিগ্রাম এবং নারীদের ৬ মিলিগ্রাম পরিমাণ ইউরিক অ্যাসিড থাকা উচিত। পরিমাণ এর বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই খাবার খাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। 

যা খাবেন না

  • পিউরিনযুক্ত প্রাণিজ প্রোটিন—যেমন গরু ও খাসির মাংস, মাছের ডিম, কলিজা ইত্যাদি। 
  • ফলের মধ্যে আম, কলা, সফেদা, খেজুর, কিশমিশ, আখ, তাল ইত্যাদি। 
  • ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি। 
  • কৃত্রিম রং, চিনি বা কর্ন সিরাপ দেওয়া খাবার। 
  • কোলাজাতীয় পানীয়, রং দেওয়া জেলি, জ্যাম, সিরাপ, কৌটাবন্দী ফ্রুট জুস ইত্যাদি। 
  • খাবারে অধিক পরিমাণে লবণ।

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে পিউরিনযুক্ত খাবার পরিহার করার পাশাপাশি বেশি করে পানি পান করতে হবে।

সবুজ জুসে সুস্থ থাকুন

পেটের সমস্যা দূরে ঘরোয়া উপাদান

চশমা নিয়ে ভুল ধারণা

বিড়ালের কামড়েও বিপদ হতে পারে

খাবারে প্রতিক্রিয়া মানেই অ্যালার্জি নয়, ফুড অ্যালার্জি বুঝবেন যেভাবে

গরমে বাড়তি যত্ন

হিট স্ট্রোক বুঝবেন কীভাবে, প্রাথমিক চিকিৎসা কী

গরমে গায়ে র‍্যাশ ও চুলকানি, প্রতিকার জেনে নিন

অ্যাজমা বা হাঁপানিতে যা মনে রাখবেন

তোকমার ৯ স্বাস্থ্যগত উপকারিতা

সেকশন