Ajker Patrika
হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

ওজন কমাতে চাইলে

স্বাস্থ্য ডেস্ক

ওজন কমাতে চাইলে

যাঁরা ওজন কমাতে চান, তাঁদের গরু ও খাসির মাংস খেতে নিষেধ করা হয়। তবে আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে আপনি পরিমিত পরিমাণে মাংস খেতে পারেন।

কম তাপে, কম সময়ে রান্না করলে মাংসের পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। সে ক্ষেত্রে খোলা পাত্রে রান্না না করে, ঢাকনাযুক্ত পাত্রে মাংস রান্না করুন। গরুর মাংসের প্রধান সমস্যা হচ্ছে সেদ্ধ হতে দেরি হওয়া, তাতে রান্নায় সময় লাগে বেশি। সে ক্ষেত্রে মাংসের সঙ্গে এক টুকরো পেঁপে বা আনারস দিতে পারেন। অথবা রান্নার কয়েক ঘণ্টা আগে মেরিনেট করে রেখে দিন, তাতে মাংস কম সময়ে সেদ্ধ হবে।

এক দিন বেশি খেলে কিছু হয় না, এ ধরনের ভাবনা না ভাবাই ভালো। বেশি খেলে শরীরে বেশি ক্যালরি প্রবেশ করবে। সুস্থ থাকতে সেই ক্যালরি ঝরাতে পরিশ্রম করতে হবে। কিন্তু সেটা করা হয় না। ফলে এক দিন বেশি না খেয়ে প্রতিদিনই পরিমাণমতো খাবার খাওয়া ভালো। এ ব্যাপারে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন।

তাই ওজন কমাতে চাইলে ঈদেও পরিমিত মাংস খান।

অপরিচ্ছন্নতা থেকে হতে পারে পেটের ফ্লু, সারবে কীসে

পেস্তাবাদামে মিলবে যেসব শারীরিক সমস্যার সমাধান

ক্লান্তি পিছু ছাড়ছে না, ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন না তো?

গরমের ৫ রোগের সমাধান

গরমে শিশুকে সুস্থ রাখতে

ক্যাপসিকাম খাওয়ার একাধিক উপকার

হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ১০ খাবার

স্বাস্থ্যকর হলেও নিয়ম মেনে খেতে হবে এসব খাবার

কফি পানের উপকারিতা এবং সতর্কতা

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে