করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন রুখতে বিশ্বে আরও দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল সোমবার বাতিল করা এসব ফ্লাইটের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৬০০টি। এর আগে সংক্রমণ রুখতে গত শনিবার ও রোববার প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রে বাতিল করা হয় আড়াই হাজার।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটাতে এসব ফ্লাইটের অধিকাংশ বুকিং দেওয়া হয়।
বাজে আবহাওয়ার কারণে কয়েকটি ফ্লাইট বাতিল হলেও এয়ারলাইনস জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের শীতের চেয়ে এবার সংক্রমণ অনেক ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রে সংক্রমণ এখন দৈনিক দুই লাখের বেশি।