Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ

অনলাইন ডেস্ক

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ
ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি খুব ভালো ফোনালাপ শেষ করেছি। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।’

এই ফোনালাপের বেশির ভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের চাহিদা ও অনুরোধগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন প্রচেষ্টা।

ট্রাম্প যোগ করেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর একটি নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ট্রাম্পের শুল্ক মোকাবিলায় আঞ্চলিক বাণিজ্য প্রসারে চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার ঐকমত্য

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

পুতিনের ওপর খেপেছেন ট্রাম্প, ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার

মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে জটিল হচ্ছে ত্রাণ কার্যক্রম

হোয়াটসঅ্যাপ গ্রুপে সন্তানের স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাবা-মাকে ধরে নিয়ে গেল পুলিশ

ভূমিকম্প: ব্যাংককে কেন একটিমাত্র ভবন ধসে পড়ল, বাকিগুলো কেন অক্ষত