Ajker Patrika

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের সরকারের প্রধানের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কূটনৈতিক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ লেখেন, ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আগামী ২২ এপ্রিল উপ-প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী এবং একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরে আসার কথা রয়েছে। এ ছাড়া, অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। এই দলে প্রখ্যাত শিল্পী রুনা লায়লার অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত