Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রস্তাব গৃহীত

বাসস, ঢাকা  

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রস্তাব গৃহীত

মালয়েশিয়া ও ফিনল্যান্ডের উদ্যোগে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতির ওপর উচ্চপর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন-সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী, উন্মুক্ত বিতর্ক অধিবেশনে অংশ নেন।

তিনি এই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন।

রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

আজ এখানে প্রাপ্ত এক বার্তা থেকে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটির পক্ষে ১৪১ ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত হয়।

প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভোট পড়েনি।

১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

টানা ২৫ ঘণ্টার বক্তব্যে রেকর্ড গড়লেন বুকার

প্রাণহানি ৩ হাজার, যেন নরকবাস

স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড

অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার

ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করবে

তুরস্কে বিরোধীদের এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

আন্তর্জাতিক আইন ভেঙে ফিলিস্তিনে অবৈধ বসতির বিজ্ঞাপন প্রচার করছে ফেসবুক

মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা