Ajker Patrika

টানা ২৫ ঘণ্টার বক্তব্যে রেকর্ড গড়লেন বুকার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩: ৪০
কোরি বুকার
কোরি বুকার

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার সিনেট ফ্লোরে টানা দুই দিন ঐতিহাসিক প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান এবং দাবি করেন, এই প্রশাসন জনগণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

বুকারের কার্যালয় জানিয়েছে, তিনি ২৫ ঘণ্টা ৫ মিনিট বক্তব্য দেন, যা সিনেটের আধুনিক ইতিহাসে দীর্ঘতম ফ্লোর স্পিচের রেকর্ড ভেঙেছে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সিনেটর স্টর্ম থারমন্ড। তিনি ১৯৫৭ সালে ২৪ ঘণ্টা ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন।

বুকার জানান, তিনি আগের রেকর্ডধারীর ১৯৫৭ সালের নাগরিক অধিকার আইনের বিরুদ্ধে করা প্রতিবাদের বিপরীতে দাঁড়িয়ে এ বক্তব্য দেন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বুকার বলেন, ‘আমি যখন সিনেটে এসেছি, সব সময় মনে হয়েছে, এ প্রতিষ্ঠানের ওপর একটা অদ্ভুত ছায়া ঝুলে রয়েছে—দীর্ঘতম বক্তব্য, বিভিন্ন বিষয় এসেছে, মানুষেরা বিভিন্ন মহৎ উদ্দেশ্যে কথা বলেছেন, সাধারণত যা আটকানোর চেষ্টা করা হয়। আমার কাছে এটা অদ্ভুত লেগেছে যে সেই ব্যক্তির (সিনেটর স্টর্ম থারমন্ড) এমন রেকর্ড ছিল।’

বুকার গত সোমবার সন্ধ্যা ৭টায় সিনেটে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি জানান, ‘শারীরিকভাবে যতক্ষণ সক্ষম’ থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন। সিএনএনকে বুকার বলেন, তাঁর পকেটে একটি বাইবেলের শ্লোক ছাড়া আর কিছুই ছিল না।

সিনেটে ডেমোক্রেটিক পার্টির সদস্য বুকারের এই দীর্ঘ বক্তব্য এমন সময় এল, যখন তাঁর দল ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ভোটারদের চাপের মুখে রয়েছে। ভোটে হেরে যাওয়ার পর এখন কংগ্রেসে ডেমোক্র্যাটদের হাতে বিকল্প পথ সীমিত। তাঁরা ট্রাম্প প্রশাসনের মোকাবিলায় ঐক্যবদ্ধ কৌশল খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত