Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু
‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। ছবি: সংগৃহীত

মিসরের লোহিতসাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।

হুরঘাদার রুশ কনস্যুলেট জানিয়েছে, ‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। কনস্যুলেট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে তাঁরা রুশ কি না তা স্পষ্ট করেনি।

কনস্যুলেট আরও জানায়, জাহাজে থাকা বেশির ভাগ লোককে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে কনস্যুলেট।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ৪৫ জন যাত্রীর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে।

গত নভেম্বরে একটি পর্যটকবাহী নৌকা উঁচু ঢেউয়ের ধাক্কায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলে চারজনের মৃত্যু হয় এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে গত বছরের জুনেও ঝড়ের কারণে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২৪ সালে ১৪.১ বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব নিয়ে আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে, যা সুয়েজ খাল থেকে দেশটির আয়ের দ্বিগুণেরও বেশি। এটি দেশটির বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

এ ছাড়া লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত এবং এটি মিসরের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র। রুশ পর্যটকদের কাছে এই অঞ্চলটি ব্যাপক জনপ্রিয়।

টানা ২৫ ঘণ্টার বক্তব্যে রেকর্ড গড়লেন বুকার

প্রাণহানি ৩ হাজার, যেন নরকবাস

স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড

অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার

ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করবে

তুরস্কে বিরোধীদের এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

আন্তর্জাতিক আইন ভেঙে ফিলিস্তিনে অবৈধ বসতির বিজ্ঞাপন প্রচার করছে ফেসবুক

মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা