দক্ষিণ আফ্রিকার ৯টি দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। এই নিয়ম অস্ট্রেলিয়ার নাগরিক ও তাঁদের অপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ শনিবার অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এ ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'অস্ট্রেলিয়ার নাগরিক নন বা তাঁদের ওপর নির্ভরশীল নন এমন যাঁরা আফ্রিকার দেশগুলিতে আছেন তাঁরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মেলায় ও ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, করোনার নতুন ধরনকে বি.১.১.৫২৯ বলা হচ্ছে। এই ধরনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন এই ধরন এরই মধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। নতুন এই ধরনে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে এ পর্যন্ত ৬০ জন শনাক্ত হয়েছেন।
এ ভাইরাস প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন, ‘করোনার এই ধরন আমাদের অবাক করেছে। বিবর্তনের হিসাবে এবং পরবর্তী মিউটেশনের হিসাব করলে এটি কয়েক ধাপ লাফ দিয়েছে।’