ভিডিও
জাপানের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি জাপানের হোক্কাইদোর ওবিহিরো শহরের বাসিন্দা। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত এবং তাঁর স্ত্রীও পঞ্চাশোর্ধ্ব।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি ফেরেন স্বামী। স্ত্রী খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু খাবার মুখে দিয়েই খেপে যান স্বামী। এ নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে স্ত্রীর মুখে ও কপালে ঘুষি মারেন তিনি।
পরে ওই ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোনকল করে অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশের তথ্যমতে, জরুরি নম্বরে ফোনকল করে ওই ব্যক্তি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। মনে হচ্ছে আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে।’ এরপর পুলিশ স্টেশনেও ফোনকল করেন ওই ব্যক্তি নিজেই। ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে ধরে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাতের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, পারিবারিক সহিংসতার এ ধরনের ঘটনা জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনি পদক্ষেপ আরও কঠোর করা প্রয়োজন।
জাপানের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি জাপানের হোক্কাইদোর ওবিহিরো শহরের বাসিন্দা। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত এবং তাঁর স্ত্রীও পঞ্চাশোর্ধ্ব।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি ফেরেন স্বামী। স্ত্রী খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু খাবার মুখে দিয়েই খেপে যান স্বামী। এ নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে স্ত্রীর মুখে ও কপালে ঘুষি মারেন তিনি।
পরে ওই ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোনকল করে অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশের তথ্যমতে, জরুরি নম্বরে ফোনকল করে ওই ব্যক্তি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। মনে হচ্ছে আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে।’ এরপর পুলিশ স্টেশনেও ফোনকল করেন ওই ব্যক্তি নিজেই। ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে ধরে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাতের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, পারিবারিক সহিংসতার এ ধরনের ঘটনা জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনি পদক্ষেপ আরও কঠোর করা প্রয়োজন।
ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড মেরাচি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ফ্রান্সে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। আর ক্যাপশনে লেখা রয়েছে—‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’
২ ঘণ্টা আগেমার্কিন হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত ইউনিফিকেশন চার্চ ১৯৬০-এর দশক থেকে জাপানে কার্যক্রম পরিচালনা করছে। এর প্রতিষ্ঠাতা সান মিয়ং মুনের নাম থেকেই ‘মুনিজ’ নামটি এসেছে। চার্চটি হাজার হাজার যুগলের একযোগে বিবাহ অনুষ্ঠান আয়োজনের জন্য অতীতে আলোচিত হয়েছে এবং আত্মার মুক্তির জন্য বিবাহকে কেন্দ্রীয় উপাদান হিসেবে প্রচার করে
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে ৬ বুলগেরিয়ানের বিচার চলছে। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, এই গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন আরও দুই নারী—সভেতেলিনা জেনচেভা এবং সভেতানকা দনচেভা। তাঁদের পরিচয় এবারই প্রথম প্রকাশ্যে এল।
৫ ঘণ্টা আগে