Ajker Patrika

তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। ছবি: সংগৃহীত
তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। ছবি: সংগৃহীত

তালেবান নেতা ও আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিতে পারলে তার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সেই পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এই ঘোষণা দেয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনো তাদের ওয়েবসাইটে পুরস্কারের তালিকায় সিরাজুদ্দিন হাক্কানির নাম বহাল রেখেছে। ওয়েবসাইটে বলা হয়েছে হাক্কানি ‘আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যৌথবাহিনীর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে হামলার সমন্বয় করেছেন এবং অংশগ্রহণ করেছেন বলে বিশ্বাস করা হয়।’

এর আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার তালেবান দুই বছর ধরে আফগানিস্তানে বন্দী এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হাক্কানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে ভ্রমণের সময় অপহৃত হন জর্জ গ্লেজম্যান। তাঁর মুক্তির ফলে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তালেবান সরকার তৃতীয় মার্কিন বন্দীকে মুক্তি দিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, গ্লেজম্যানের মুক্তি ‘একটি ইতিবাচক এবং গঠনমূলক পদক্ষেপ।’ তিনি মুক্তি নিশ্চিত করার জন্য কাতারের ‘মধ্যস্থতাকারী হিসেবে’ ভূমিকার জন্য দেশটিকে ধন্যবাদ জানান। তালেবান এর আগে মার্কিন বন্দীদের মুক্তিকে বিশ্বব্যাপী সম্পর্ক ‘স্বাভাবিকীকরণ’ প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে গোষ্ঠীটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এক প্রকার একঘরে হয়ে ছিল। যদিও বেশ কয়েকটি দেশ এখনো দেশটিতে কূটনৈতিক মিশন পরিচালনা করছে, তবে বেশির ভাগ দেশই এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭-২০২১ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে ২০২০ সালে আফগানিস্তান যুদ্ধ শেষ করার জন্য তালেবানের সঙ্গে আলোচনা করেন এবং মার্কিন সৈন্য এবং মিত্র বাহিনী প্রত্যাহারে ১৪ মাসের সময়সীমার বিষয়ে সম্মত হন। পরে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সেনা প্রত্যাহারের বিষয়টি কার্যকর করে।

সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের বিখ্যাত কমান্ডার জালালুদ্দিন হাক্কানির ছেলে সিরাজুদ্দিন হাক্কানি। জালালুদ্দিন হাক্কানি শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্র এই হাক্কানি নেটওয়ার্ককে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করে। দেশটি মনে করে আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি এই নেটওয়ার্ক। বর্তমানে সিরাজুদ্দিন হাক্কানি তালেবান গোষ্ঠীর উপ-প্রধান।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও হাক্কানির ওপর নজর রাখছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২২ সালে কাবুলে এক মার্কিন ড্রোন হামলায় তৎকালীন আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আল-জাওয়াহিরিকে যে বাড়িতে হত্যা করা হয়েছিল সেটি হাক্কানির বাড়ি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত