Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

অভ্যুত্থানের পর প্রথম চীন সফরে মিয়ানমারের জান্তা সরকারপ্রধান

অনলাইন ডেস্ক    

অভ্যুত্থানের পর প্রথম চীন সফরে মিয়ানমারের জান্তা সরকারপ্রধান
২০১৭ সালের নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করে মিয়ানমারের তৎকালীন প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং। সিনহুয়া ফাইল ছবি

মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং চীনে সফরে গেছেন। ২০২১ সালে ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ দখলের পর এই প্রথম চীন সফরে গেলেন।

আজ মঙ্গলবার সকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত এমআরটিভি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে মিন অং হ্লাইং–এর চীন সফরের তথ্য জানানো হয়। এই সফরে তিনি চীনের বিভিন্ন আঞ্চলিক বৈঠকে অংশ নেবেন।

চীনকে নেইপিডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

মিন অং হ্লাইং ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি এবং তাঁর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন।

তবে সাম্প্রতিক সময়ে সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহী এবং সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতিরোধের মুখে সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চীনের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অবস্থা নড়বড়ে।

চীন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী হলেও বিশ্লেষকেরা বলছেন, বেইজিং সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণকারী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে।

মিয়ানমারের সীমান্ত এলাকায় চীনা নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন প্রতারণার কেন্দ্রগুলো বন্ধে সামরিক সরকারের ব্যর্থতার কারণে বেইজিং এবং নেইপিডোর মধ্যে সম্পর্ক কিছুটা শীতল বলে মনে করছেন অনেকে।

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল ডাকাতি, ১.৫ বিলিয়ন ডলার নিয়ে গেল উ. কোরিয়ার হ্যাকাররা

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ