Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। দেশটিতে কয়েক দশক ধরে চলা সংঘাতে মাটিতে পুঁতে রাখা আছে অনেক অবিস্ফোরিত ল্যান্ডমাইন। সে রকম একটির বিস্ফোরণেই গতকাল রোববার এই দুর্ঘটনা ঘটে। একজন প্রাদেশিক কর্মকর্তার বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেছেন, গতকাল গজনি প্রদেশের গেরু অঞ্চলে একদল শিশু খেলছিল। সে সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। নিসার এএফপিকে বলেন, আফগানিস্তানে রুশ আগ্রাসনের সময় থেকেই মাটিতে থেকে গিয়েছিল একটি অবিস্ফোরিত মাইন। শিশুদের খেলার সময়ই এটি বিস্ফোরিত হয়।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত ল্যান্ডমাইনটি ৯ শিশুকে হত্যা করেছে।’

গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে ছিল পাঁচ মেয়ে ও চার ছেলে। তাদের সবার বয়স চার থেকে দশ বছরের মধ্যে।

১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন, এরপর গৃহযুদ্ধ এবং বিদেশিদের সমর্থিত সরকারের বিরুদ্ধে ২০ বছর ধরে চলা তালেবান বিদ্রোহের কারণে কয়েক দশকজুড়ে সংঘাত চলেছে আফগানিস্তানে। দেশটির বিস্তৃত অঞ্চলের মাটি এখনো অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টারে ভর্তি।

২০২১ সালের আগস্টে তালেবানরা তাদের বিদ্রোহের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ অনেকটাই কমেছে। তবে অবিস্ফোরিত অস্ত্র এবং মাইন বিস্ফোরণে এখনো প্রাণ যাচ্ছে মানুষের। রেডক্রসের আন্তর্জাতিক কমিটি বলছে, শিশুরাই এসব দুর্ঘটনার প্রধান শিকার।

এ দুর্ঘটনা ছাড়াও গতকাল রোববার আফগানিস্তানের হেরাত প্রদেশে আরেক বিস্ফোরণে এক শিশু মারা গেছে এবং পাঁচজন আহত হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড