Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যার দিকে বশিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর বিশ্বাস নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উত্তর চব্বিশ পরগনার পুলিশ বলছে, শনিবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল ওই বাংলাদেশি। গত কিছুদিন ধরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জাহাঙ্গীর বিশ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। ধারণা করা হচ্ছে, চেন্নাই পুলিশের কাছে হস্তান্তরের আগে তাঁকে বিভিন্ন সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। 

 উত্তর চব্বিশ পরগনা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও ভারতে ফেরার পরিকল্পনাও ছিল তাঁর। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন