Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

দক্ষিণ কোরিয়ায় গত এক দিনে ৫ হাজার ৩৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৭০ জন। দক্ষিণ কোরিয়ায় এটি এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

আজ শনিবার কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এসব তথ্য জানিয়েছে। 

গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়া সরকার রেস্টুরেন্ট, সিনেমা এবং অন্যান্য পাবলিক প্লেসে প্রবেশের জন্য ভ্যাকসিন পাস দেখানো বাধ্যতামূলক করেছে। আগামী সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সঙ্গে ছয়জনের বেশি জমায়েত হতে পারবে না। এ ছাড়া সিউলের বাইরে ৮ থেকে ১২ জনের বেশি মানুষকে একসঙ্গে জমায়েত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। 

কেডিসিএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় গুরুতর করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ৭৫২ জন গুরুতর করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিল। 

এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত নয়জন রোগী পাওয়া গেছে।  

গত জুলাই থেকে করোনার সবচেয়ে বাজে ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটিতে এরই মধ্যে ৯১ দশমিক ৭ শতাংশ মানুষ করোনার দুই ডোজ ভ্যাকসিন পেয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৯০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৮০৯ জন।

অস্ট্রেলিয়ায় মিলল ৩ বিষদাঁতের ‘সবচেয়ে বিষধর সাপ’

সরকারে সামরিক বাহিনীকে আরও বেশি জায়গা দিতে ইন্দোনেশিয়ায় আইন পাস

বিচ্ছেদের পর সাইকেল নিয়ে একা দেশে দেশে ঘুরছেন এক দাদিমা

বিশ্বের কুৎসিততম সেই ‘ব্লবফিশ’ হয়ে গেল নিউজিল্যান্ডের বর্ষসেরা মাছ

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ফুটপাতে হলুদ টালি কেন, ফুট ব্রেইল উদ্ভাবনের পেছনের গল্প

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর