অনলাইন ডেস্ক
একটি ব্লবকে তার চেহারা দিয়ে বিচার করবেন না, প্লিজ! একসময় ‘বিশ্বের কুৎসিততম প্রাণী’ হিসেবে পরিচিত ব্লবফিশ এবার একটি অবাক করা স্বীকৃতি পেয়েছে। নিউজিল্যান্ডের পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট’ অদ্ভুত দর্শন এই সামুদ্রিক মাছটিকে বছরের সেরা মাছ হিসেবে নির্বাচিত করেছে।
বুধবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের মিঠা পানি ও সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এ বছর ব্লবফিশ ৫ হাজার ৫০০ টিরও বেশি ভোটের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
ব্লবফিশের এই জয় বেশ চমকপ্রদ! ২০১৩ সালেই বৈশ্বিক ‘কুৎসিত প্রাণী সংরক্ষণ সমিতির’ প্রতীক হওয়ার মাধ্যমে এটি মূলধারার আলোচনায় এসেছিল।
জেলাটিনযুক্ত এই মাছটি সমুদ্রের তলদেশে বাস করে এবং প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত লম্বা হয়। মূলত এটি অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার উপকূলে ৬০০ থেকে ১ হাজার ২০০ মিটার গভীরে বসবাস করে।
পানির গভীরে ব্লবফিশের আকৃতি সাধারণ মাছের মতোই। তবে এটিকে যখন গভীর সমুদ্র থেকে ওপরে তোলা হয়, তখন পানির চাপ না থাকার কারণে এর শরীর ফুলেফেঁপে ওঠে এবং বিকৃত হয়ে যায়। এই কারণেই এটি বিশ্বের কুৎসিততম প্রাণীর খেতাব পেয়েছিল।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘অরেঞ্জ রাফি’ নামে আরেকটি মাছ। এটি মূলত ‘স্লাইমহেড’ পরিবারের একটি মাছ। মাথায় মিউকাস (আঠালো পদার্থ) ক্যানেল থাকার জন্য এটি এই নাম পেয়েছে।
প্রতিযোগিতাটি নিয়ে ‘মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট’ এর সহ-পরিচালক কিম জোন্স বলেছেন, ‘গভীর সমুদ্রের দুই অদ্ভুত প্রাণীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ব্লবফিশের অদ্ভুত সৌন্দর্যই ভোটারদের মন জয় করে নিয়েছে।’
জানা গেছে, প্রতিযোগিতার শুরুর দিকে ধারণা করা হচ্ছিল অরেঞ্জ-রাফি মাছই বিজয়ী হতে যাচ্ছে। কিন্তু নিউজিল্যান্ডের একটি এফএম রেডিও স্টেশনের দুই জনপ্রিয় সঞ্চালক সারাহ গ্যান্ডি ও পল ফ্লিন ব্লবফিশের জন্য জোর প্রচারণা চালান।
তাঁরা রেডিওতে বলেন, ‘একটি উদীয়মান মাছ আছে, যেটির ভোট প্রয়োজন! আমাদের ব্লবফিশকে জিততে হবে!’
শেষ পর্যন্ত ব্লবফিশের বিজয় ওই রেডিও সঞ্চালকদের কাছে ছিল একটি আনন্দঘন মুহূর্ত। তাঁরা বলেন—ব্লবফিশ বছরের পর বছর সমুদ্রের তলদেশে বসে অপেক্ষা করছিল। তার মুখ খোলা ছিল পরবর্তী শামুক খাওয়ার জন্য। সে সারা জীবন তাচ্ছিল্যের শিকার হয়েছে। কিন্তু এবার সে আলোয় এসেছে! এটা তার গৌরবময় মুহূর্ত!’
ব্লবফিশ মূলত শামুক, কাঁকড়া, লবস্টার ও সি আরচিন (সমুদ্রের কাঁকড়া জাতীয় প্রাণী) খেয়ে বেঁচে থাকে। এর কোনো শক্ত কঙ্কাল নেই, এবং এর শরীর নরম ও ঢিলেঢালা।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি মাছের মধ্যে ৯টিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন।
একটি ব্লবকে তার চেহারা দিয়ে বিচার করবেন না, প্লিজ! একসময় ‘বিশ্বের কুৎসিততম প্রাণী’ হিসেবে পরিচিত ব্লবফিশ এবার একটি অবাক করা স্বীকৃতি পেয়েছে। নিউজিল্যান্ডের পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট’ অদ্ভুত দর্শন এই সামুদ্রিক মাছটিকে বছরের সেরা মাছ হিসেবে নির্বাচিত করেছে।
বুধবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের মিঠা পানি ও সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এ বছর ব্লবফিশ ৫ হাজার ৫০০ টিরও বেশি ভোটের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
ব্লবফিশের এই জয় বেশ চমকপ্রদ! ২০১৩ সালেই বৈশ্বিক ‘কুৎসিত প্রাণী সংরক্ষণ সমিতির’ প্রতীক হওয়ার মাধ্যমে এটি মূলধারার আলোচনায় এসেছিল।
জেলাটিনযুক্ত এই মাছটি সমুদ্রের তলদেশে বাস করে এবং প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত লম্বা হয়। মূলত এটি অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার উপকূলে ৬০০ থেকে ১ হাজার ২০০ মিটার গভীরে বসবাস করে।
পানির গভীরে ব্লবফিশের আকৃতি সাধারণ মাছের মতোই। তবে এটিকে যখন গভীর সমুদ্র থেকে ওপরে তোলা হয়, তখন পানির চাপ না থাকার কারণে এর শরীর ফুলেফেঁপে ওঠে এবং বিকৃত হয়ে যায়। এই কারণেই এটি বিশ্বের কুৎসিততম প্রাণীর খেতাব পেয়েছিল।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘অরেঞ্জ রাফি’ নামে আরেকটি মাছ। এটি মূলত ‘স্লাইমহেড’ পরিবারের একটি মাছ। মাথায় মিউকাস (আঠালো পদার্থ) ক্যানেল থাকার জন্য এটি এই নাম পেয়েছে।
প্রতিযোগিতাটি নিয়ে ‘মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট’ এর সহ-পরিচালক কিম জোন্স বলেছেন, ‘গভীর সমুদ্রের দুই অদ্ভুত প্রাণীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ব্লবফিশের অদ্ভুত সৌন্দর্যই ভোটারদের মন জয় করে নিয়েছে।’
জানা গেছে, প্রতিযোগিতার শুরুর দিকে ধারণা করা হচ্ছিল অরেঞ্জ-রাফি মাছই বিজয়ী হতে যাচ্ছে। কিন্তু নিউজিল্যান্ডের একটি এফএম রেডিও স্টেশনের দুই জনপ্রিয় সঞ্চালক সারাহ গ্যান্ডি ও পল ফ্লিন ব্লবফিশের জন্য জোর প্রচারণা চালান।
তাঁরা রেডিওতে বলেন, ‘একটি উদীয়মান মাছ আছে, যেটির ভোট প্রয়োজন! আমাদের ব্লবফিশকে জিততে হবে!’
শেষ পর্যন্ত ব্লবফিশের বিজয় ওই রেডিও সঞ্চালকদের কাছে ছিল একটি আনন্দঘন মুহূর্ত। তাঁরা বলেন—ব্লবফিশ বছরের পর বছর সমুদ্রের তলদেশে বসে অপেক্ষা করছিল। তার মুখ খোলা ছিল পরবর্তী শামুক খাওয়ার জন্য। সে সারা জীবন তাচ্ছিল্যের শিকার হয়েছে। কিন্তু এবার সে আলোয় এসেছে! এটা তার গৌরবময় মুহূর্ত!’
ব্লবফিশ মূলত শামুক, কাঁকড়া, লবস্টার ও সি আরচিন (সমুদ্রের কাঁকড়া জাতীয় প্রাণী) খেয়ে বেঁচে থাকে। এর কোনো শক্ত কঙ্কাল নেই, এবং এর শরীর নরম ও ঢিলেঢালা।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি মাছের মধ্যে ৯টিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন।
ফরাসি ওই নারীকে যৌন নির্যাতন অভিযোগের তদন্ত শেষে ভেঙ্কটেশন নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভেঙ্কটেশন তিরুভান্নামালাই শহরের বাসিন্দা এবং অরুণাচলেশ্বর মন্দিরের কাছে তাঁকে আটক করা হয়।
৫ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, তাঁর মালিকানাধীন কোম্পানি টেসলা ধ্বংস করতে এবং সরকারি দুর্নীতি উন্মোচন ঠেকাতে বামপন্থী কর্মীরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি জার্মানি সহ বিভিন্ন দেশে টেসলার গাড়ি ও ডিলারশিপের ওপর ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ধারাবাহিকতায় মাস্কের কাছ থেকে এমন...
৬ ঘণ্টা আগেকর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্না একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। গত মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতাসহ ভারতের প্রায় ৪৮ জন বড় রাজনীতিবিদ হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাঁর এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টির সত্যতা যাচাই করতে উচ্চ
৭ ঘণ্টা আগেদুই বছর ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের হাতে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একটি এক্স পোস্টে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে