বেইজিংয়ের আমন্ত্রণে তালেবানের নয় সদস্যদের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে চীন পৌঁছেছে। মোল্লা বরদার আখুন্দের নেতৃত্বে দলটি চীনা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শান্তি প্রক্রিয়া, নিরাপত্তা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার তালেবান মুখপাত্র মুহাম্মদ নঈম বিষয়টি নিশ্চিত করেন।
এক টুইটে নঈম লিখেন, বৈঠকে রাজনীতি, অর্থনীতি, দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, আফগানিস্তানের বর্তমান অবস্থা এবং চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
তালেবানের দলটি চীনের তিয়ানজিন শহরে দেশটির আফগান বিষয়ক বিশেষ দূত ও পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন। এ শহরেই এক দিন আগে গত সোমবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ভেন্ডি শেরম্যানের সঙ্গে দেখা করেছেন ওয়াই ই ও অন্য শীর্ষ নেতারা।
কাবুল সরকারের সঙ্গে দোহায় শান্তি আলোচনা জারি রাখার পাশাপাশি তালেবান ইরান, রাশিয়া এবং ভারতের সঙ্গেও যোগাযোগ রাখছে। আর পাকিস্তানের সরাসরি সহায়তায় আশরাফ গনি সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।