Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন মধ্যস্থতায় রিয়াদে রাশিয়া-ইউক্রেন বৈঠক, আলোচনায় যুদ্ধবিরতি ও কৃষ্ণসাগরের বাণিজ্যপথ

অনলাইন ডেস্ক

মার্কিন মধ্যস্থতায় রিয়াদে রাশিয়া-ইউক্রেন বৈঠক, আলোচনায় যুদ্ধবিরতি ও কৃষ্ণসাগরের বাণিজ্যপথ
গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও (মাঝে), ট্রাম্পের দূত উইটকফ (বামে) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ (ডানে)। ছবি: এএফপি

সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নির্ধারণ করাই এই আলোচনার উদ্দেশ্য। রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষই গত সপ্তাহে সাময়িকভাবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হলেও, হামলা অব্যাহত থাকায় কীভাবে এবং কখন সেই আংশিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় সেই খুঁটিনাটি বিষয়গুলো এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধিরা এখানে মধ্যস্থতা করছেন।

রোববার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম আলোচনা করে। এরপর আজ সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, রোববার কিয়েভ সময় বিকেল সাড়ে ৫টার দিকে আলোচনা শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে উমেরভ লিখেন, ‘আলোচনা ফলপ্রসূ এবং সুনির্দিষ্ট ছিল—আমরা জ্বালানি সহ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’ তবে বিস্তারিত কিছু জানাননি এই মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় কর্মকর্তা জানান, অগ্রগতি হলে ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এবং ইউক্রেন সংকট নিরসনে বিশেষ দায়িত্ব পাওয়া স্টিভ উইটকফ বলেছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য হলো ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি, যা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য সময় দেবে। কিন্তু এ ধরনের যুদ্ধবিরতির পথ অনিশ্চিত।

মস্কো ইউক্রেনের দখল করা অঞ্চলের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ইউক্রেন যাতে কখনো ন্যাটোতে যোগ না দেয়, সেই বিষয়ে তাদের সর্বোচ্চ অবস্থান বজায় রেখেছে। ইউক্রেন সরকার বারবার বলেছে, তারা ক্রেমলিনের দাবি মেনে নেবে না এবং পুতিন সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছে।

আগের যুদ্ধবিরতি আলোচনাগুলোয় সব পক্ষের শীর্ষ সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন। এবারও তারাই এই আলোচনায় যুক্ত হয়েছেন। নতুন দফার এই আলোচনায় টেকনিক্যাল বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে এবং এতে মূলত কূটনীতিক ও সরকারি উপদেষ্টারা অংশ নেবেন। ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, মার্কিন প্রতিনিধিদলে তাঁর কিছু কর্মী, পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা পরিচালক মাইকেল অ্যান্টন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী মাইকেল ওয়াল্টজ আছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, পুতিন ব্যক্তিগতভাবে আলোচনার জন্য আলোচক নির্বাচন করেছেন। রুশ কূটনীতিক ও আইনপ্রণেতা গ্রেগরি কারাসিন এবং গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি-এর প্রধানের উপদেষ্টা সের্গেই বেসেদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।

কারাসিন আগে সংবেদনশীল বৈদেশিক নীতি আলোচনায় জড়িত থাকলেও, বেসেদার নির্বাচন অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। প্রভাবশালী গোয়েন্দা প্রধান বেসেদা আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রমের জন্য দায়ী এফএসবির প্রধান ছিলেন। রুশ সংবাদমাধ্যমগুলো তাঁকে সেই প্রধান গোয়েন্দা সূত্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে বর্ণনা করেছে, যা ২০২২ সালে পুতিনকে বিশ্বাস করিয়েছিল যে, ইউক্রেনে রুশপন্থী মনোভাব রয়েছে এবং দ্রুত আক্রমণ করে কিয়েভের সরকারকে সহজেই ভেঙে দেওয়া যাবে।

২০২৩ সালে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বেসেদাকে ইউক্রেনের জন্য ‘খুব বিপজ্জনক ব্যক্তি’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি ইউক্রেনের ‘অনেক ক্ষতি করেছেন।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার বিষয়বস্তুর বিষয়ে বলেছেন, ইউক্রেন অবকাঠামোগত স্থাপনার একটি তালিকা তৈরি করেছে, যা যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তিনি আরও যোগ করেছেন, তৃতীয় পক্ষকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে হবে এবং পরামর্শ দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এটি করতে পারে।

রাশিয়া ও ইউক্রেন জ্বালানি ও জাহাজ চলাচল নিয়ে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে পারলেও, উভয় পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য এমন শর্ত রেখেছে, যা মীমাংসা করা অসম্ভব বলে মনে হচ্ছে। এটি মূলত বিস্তৃত শান্তি আলোচনায় কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় পুতিন বলেন, রাশিয়া শুধুমাত্র তখনই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে, যখন ইউক্রেন সৈন্যদের ফিরিয়ে নেবে, প্রশিক্ষণ দেওয়া আপাতত বন্ধ করবে এবং যুদ্ধবিরতির সময় অস্ত্র আমদানি বন্ধ করবে।

ক্রেমলিনে প্রকাশ করা ট্রাম্প-পুতিনের টেলিফোন আলাপের বিবরণীতে বলা হয়েছে, পুতিন কিয়েভে বৈদেশিক সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার দাবিও জানিয়েছেন, যা ‘সংঘাতের বৃদ্ধি রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের দিকে অগ্রগতি অর্জনের মূল শর্ত।’

তবে হোয়াইট হাউস বলেছে, ক্রেমলিনের দাবি সত্ত্বেও ইউক্রেনে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন আঞ্চলিক ছাড়ের বিষয়ে মস্কোর আহ্বানের বিষয়ে কম স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং কখনো কখনো ক্রেমলিনের অবস্থানের সঙ্গেও একমত হয়েছে বলে মনে হয়েছে।

উইটকফ রোববার ক্রেমলিনের বক্তব্য প্রতিধ্বনিত করে ইউক্রেনের কিছু অংশে রুশ কর্তৃপক্ষ আয়োজিত গণভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, যা সামরিক শক্তির মাধ্যমে দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্তিকে ন্যায্যতা দেয়। উইটকফ বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে একটি দৃষ্টিভঙ্গি আছে যে, এগুলো রুশ অঞ্চল। এই অঞ্চলগুলোর মধ্যে গণভোট হয়েছে, যা এই পদক্ষেপগুলোকে ন্যায্যতা দেয়।’

মূলত, সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান একই আছে। ক্রেমলিন বলছে, তারা ‘সংকটের মূল কারণগুলো দূর করতে’ চায়। এর অর্থ হবে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে নিয়েছে সেগুলো মস্কোর বলে স্বীকার করতে হবে কিয়েভকে। পাশাপাশি, ইউক্রেনকে নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা করা এবং সামরিক বাহিনী সংকুচিত করতে সম্মত হতে হবে।

ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইউক্রেন এর আগে সব যুদ্ধ কার্যক্রম বন্ধ করার জন্য নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু মস্কো যখন শুধুমাত্র জ্বালানি অবকাঠামোতে আংশিক যুদ্ধবিরতি সমর্থন করবে বলে জানায়, তখন জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হন।

সাম্প্রতিক সময়ে, ইউক্রেনীয় কর্মকর্তারা আলোচনার জন্য কিছু চূড়ান্ত বিষয় নির্ধারণ করেছেন। দেশটি বলেছে, কিয়েভ কখনই দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেবে না, ন্যাটোতে যোগদানে বাধা দিতে বা তার সেনাবাহিনীর আকার কমাতে সম্মত হবে না এবং যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তার নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে।

অনেক ইউক্রেনীয় কর্মকর্তা এবং বিশ্লেষক এমনকি একটি সীমিত যুদ্ধবিরতিও দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ, মস্কো ও কিয়েভের মধ্যে আগের যুদ্ধবিরতিগুলো নিয়মিতভাবে লঙ্ঘিত হয়েছে এবং প্রতিটি পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে।

উইটকফ গত বুধবার ব্লুমবার্গ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প এবং পুতিন ‘সম্ভবত’ কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবে সাক্ষাৎ করবেন। মার্কিন কর্মকর্তারা সম্ভবত সম্ভাব্য সীমিত যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের রুশ এবং ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপে সন্তানের স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাবা-মাকে ধরে নিয়ে গেল পুলিশ

ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান

জেলেনস্কিকে সরিয়ে ‘অন্তর্বর্তী সরকার’ বসানোর আহ্বান পুতিনের, ইউক্রেনীয় সেনাদের ‘নিকেশের’ ঘোষণা

উত্তাল তুরস্কে আট দিনে গ্রেপ্তার ১৯০০

‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীর তালিকায় অভ্যুত্থানের ছবি

আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোনো শান্তি নয়: ইউক্রেন

শিগগির মারা যাবেন পুতিন, তারপর সব শেষ হয়ে যাবে: জেলেনস্কি

ইংরেজি অভিধানে যুক্ত হচ্ছে নতুন শব্দ ‘গিগিল’, এর অর্থ কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তোড়জোড়ের পরও সুদূর পরাহত শান্তি

পৃথিবীর অর্ধেকই বেলারুশের মতো একনায়কতন্ত্র চায়: লুকাশেঙ্কো