হোম > বিশ্ব > ইউরোপ

ঝড়ের মধ্যে সৌদিয়া পাইলটের সাহসী অবতরণ

অনলাইন ডেস্ক

ছবি: গালফ নিউজ

তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

সৌদি গেজেটের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে—পাইলট কীভাবে প্রতিকূল আবহাওয়ায়ও বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। ঝড়ের প্রবল বাতাসের কারণে বিমানটি বেশ বাজেভাবে দুলছিল। তারপরও অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলট।

জানা গেছে, ‘স্টর্ম বার্ট’ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ব্যাপক ক্ষতি করেছে। উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। নিউক্যাসল বিমানবন্দরের ফ্লাইটগুলো বেলফাস্ট এবং এডিনবরায় ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও অনেক রাস্তায় যান চলাচল বন্ধ এবং ট্রেনের পরিষেবাও বাতিল করা হয়।

ঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতিতে সৌদিয়া পাইলটের পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাসকে একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন