হোম > বিশ্ব > ইউরোপ

ঝড়ের মধ্যে সৌদিয়া পাইলটের সাহসী অবতরণ

ছবি: গালফ নিউজ

তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

সৌদি গেজেটের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে—পাইলট কীভাবে প্রতিকূল আবহাওয়ায়ও বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। ঝড়ের প্রবল বাতাসের কারণে বিমানটি বেশ বাজেভাবে দুলছিল। তারপরও অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলট।

জানা গেছে, ‘স্টর্ম বার্ট’ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ব্যাপক ক্ষতি করেছে। উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। নিউক্যাসল বিমানবন্দরের ফ্লাইটগুলো বেলফাস্ট এবং এডিনবরায় ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও অনেক রাস্তায় যান চলাচল বন্ধ এবং ট্রেনের পরিষেবাও বাতিল করা হয়।

ঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতিতে সৌদিয়া পাইলটের পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাসকে একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২, আহত ৮৪

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প

‘মহান নেতা’ পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুর সাড়ে ৪ ঘণ্টা বৈঠক

আদালতে প্রথম হাজিরা দিলেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলু

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ইউরোপীয় মিত্রদের

এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১০০০ মিলিয়নিয়ার, কোথায় যাচ্ছেন তাঁরা

ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছে চীনারা: জেলেনস্কি

ফিলিস্তিনকে শিগগির স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯