হোম > বিশ্ব > ইউরোপ

স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রুশ সেনা রোমান বাইকোভস্কি ও তাঁর স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। ছবি: এক্স

ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে স্বামীকে ‘উৎসাহিত করায়’ এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত এই রায় দেন। রাশিয়ান সংবাদপত্র প্রাভদার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’

রেডিও লিবার্টির ইউক্রেনীয় ও রুশ সার্ভিসের সাংবাদিকেরা নিশ্চিত করেন, এই দম্পতি রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিয়োদোসিয়ায় বসবাস করেন। যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ওলগাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে ওলগা বাইকোভস্কায়ার (পিনিয়াসোভা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ইউক্রেনের আদালত গত ডিসেম্বরে এই মামলার শুনানি শেষে বুধবার (স্থানীয় সময়) রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ওলগা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক হত্যা, নারী ধর্ষণ ও গণকবরের ঘটনা সবচেয়ে আলোচিত।

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯

গাজায় ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

নিজ কর্মকর্তাদের লাই ডিক্টেটরের মুখোমুখি করার নির্দেশ জেলেনস্কির

তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করল হাঙ্গেরি

দুর্নীতির অভিযোগের জবাব দিতে প্রস্তুত আমার আইনজীবীরা: টিউলিপ

তুরস্কে বিরোধীদের এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক

ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন ল পেনের ৪ বছরের কারাদণ্ড

পুতিনের ওপর খেপলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে রাশিয়া

ইউরোপীয় পার্লামেন্টের অর্থ গেছে দলীয় ফান্ডে, রাজনীতিতে নিষিদ্ধের পথে ফ্রান্সের ল পেন