অনলাইন ডেস্ক
হাঙ্গেরি সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেছেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।
গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পরই এই ঘোষণা দেন। অরবান বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকেই স্পষ্ট করে।’
নেতানিয়াহু হাঙ্গেরির এই সিদ্ধান্তকে ‘সাহসী ও নীতিবাদী’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানো সব গণতান্ত্রিক দেশের জন্য গুরুত্বপূর্ণ।’
হাঙ্গেরি আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য ও আইসিসি থেকে সরে দাঁড়ানো প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ। তবে সদস্যপদ প্রত্যাহার আইসিসির চলমান মামলাগুলোকে প্রভাবিত করবে না।
আইসিসির মুখপাত্র ফাদ এল-আবদুল্লাহ বিবিসিকে জানান, হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য, তাই তারা আদালতকে সহযোগিতা করতে বাধ্য। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না।
আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে, তাদের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বিচারিক ক্ষমতা রয়েছে। যদিও ইসরায়েল আদালতের বৈধতা স্বীকার করে না।
নেতানিয়াহুর এই সফরের মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা এসেছে। ইসরায়েল নতুন সামরিক করিডোর স্থাপন করছে, যা হামাসের ওপর চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিল।
হাঙ্গেরি সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেছেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।
গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পরই এই ঘোষণা দেন। অরবান বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকেই স্পষ্ট করে।’
নেতানিয়াহু হাঙ্গেরির এই সিদ্ধান্তকে ‘সাহসী ও নীতিবাদী’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানো সব গণতান্ত্রিক দেশের জন্য গুরুত্বপূর্ণ।’
হাঙ্গেরি আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য ও আইসিসি থেকে সরে দাঁড়ানো প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ। তবে সদস্যপদ প্রত্যাহার আইসিসির চলমান মামলাগুলোকে প্রভাবিত করবে না।
আইসিসির মুখপাত্র ফাদ এল-আবদুল্লাহ বিবিসিকে জানান, হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য, তাই তারা আদালতকে সহযোগিতা করতে বাধ্য। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না।
আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে, তাদের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বিচারিক ক্ষমতা রয়েছে। যদিও ইসরায়েল আদালতের বৈধতা স্বীকার করে না।
নেতানিয়াহুর এই সফরের মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা এসেছে। ইসরায়েল নতুন সামরিক করিডোর স্থাপন করছে, যা হামাসের ওপর চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিল।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
৬ ঘণ্টা আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৯ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
১২ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
১৩ ঘণ্টা আগে