হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় করোনায় এক দিনে ৯৯৭ জনের মৃত্যু

রাশিয়ায় এখনো কমেনি করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩০৩ জন। আজ রোববার রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ জন্য জনগণকে দুষছে দেশটির সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।

জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।

রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৩ হাজার ৩১২ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জনের।

এর আগে গতকাল শনিবার প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। গতকাল শনিবার এক দিনে করোনায় ১ হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১২ লাখ ১৩ হাজার ২৪৬ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ১০ হাজার ৬২৯ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৯৬৩ জন।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২, আহত ৮৪

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প

‘মহান নেতা’ পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুর সাড়ে ৪ ঘণ্টা বৈঠক

আদালতে প্রথম হাজিরা দিলেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলু

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ইউরোপীয় মিত্রদের

এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১০০০ মিলিয়নিয়ার, কোথায় যাচ্ছেন তাঁরা

ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছে চীনারা: জেলেনস্কি

ফিলিস্তিনকে শিগগির স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯