রাশিয়ায় এখনো কমেনি করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩০৩ জন। আজ রোববার রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ জন্য জনগণকে দুষছে দেশটির সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৩ হাজার ৩১২ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জনের।
এর আগে গতকাল শনিবার প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। গতকাল শনিবার এক দিনে করোনায় ১ হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১২ লাখ ১৩ হাজার ২৪৬ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ১০ হাজার ৬২৯ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৯৬৩ জন।