Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

গির্জায় অ্যাসিড ছুড়ে ৭ বিশপকে ঝলসে দিলেন যাজক

অনলাইন ডেস্ক

গির্জায় অ্যাসিড ছুড়ে ৭ বিশপকে ঝলসে দিলেন যাজক

ঢাকা: গ্রিসের এথেন্সে একটি অর্থোডক্স চার্চে সাত বিশপকে অ্যাসিড ছুড়ে মেরেছেন এক যাজক। অভিযুক্ত সেই যাজককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী ওই যাজকের বিরুদ্ধে গতকাল বুধবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভ্যন্তরীণ সালিশ চলছিল। শুনানি চলাকালে তিনি হঠাৎ বিশপদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। 

অ্যাসিডে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়া তিন বিশপকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগেরই মুখের অংশবিশেষ ঝলসে গেছে। পুলিশের এক সদস্য বিশপদের বাঁচাতে দৌড়ে এগিয়ে গেলে তাঁকেও আহত করা হয়। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

গ্রিক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস দগ্ধদের দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, আহতদের মধ্যে একজনকে প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হবে। 

স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত যাজক অ্যাসিডভর্তি বড় একটি বোতল নিয়ে চার্চে প্রবেশ করেন। গেটে এক গার্ড তাঁকে ধরতে সক্ষম হন। কিন্তু সেই গার্ডের গায়েও অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। গার্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, অভিযুক্ত সেই যাজককে চার্চ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছিল। তাঁর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, ২০১৮ সালের জুনে অভিযুক্ত যাজকের কাছে ১ দশমিক ৮ গ্রাম কোকেন পাওয়া গিয়েছিল। 

এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থ করে তুলতে যথাসম্ভব চিকিৎসা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট কাতারিনা সেকেল্লারাপুলো ঘটনার নিন্দা জানিয়েছেন।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া