ঢাকা: গ্রিসের এথেন্সে একটি অর্থোডক্স চার্চে সাত বিশপকে অ্যাসিড ছুড়ে মেরেছেন এক যাজক। অভিযুক্ত সেই যাজককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী ওই যাজকের বিরুদ্ধে গতকাল বুধবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভ্যন্তরীণ সালিশ চলছিল। শুনানি চলাকালে তিনি হঠাৎ বিশপদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন।
অ্যাসিডে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়া তিন বিশপকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগেরই মুখের অংশবিশেষ ঝলসে গেছে। পুলিশের এক সদস্য বিশপদের বাঁচাতে দৌড়ে এগিয়ে গেলে তাঁকেও আহত করা হয়। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রিক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস দগ্ধদের দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, আহতদের মধ্যে একজনকে প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হবে।
স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত যাজক অ্যাসিডভর্তি বড় একটি বোতল নিয়ে চার্চে প্রবেশ করেন। গেটে এক গার্ড তাঁকে ধরতে সক্ষম হন। কিন্তু সেই গার্ডের গায়েও অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। গার্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, অভিযুক্ত সেই যাজককে চার্চ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছিল। তাঁর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, ২০১৮ সালের জুনে অভিযুক্ত যাজকের কাছে ১ দশমিক ৮ গ্রাম কোকেন পাওয়া গিয়েছিল।
এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থ করে তুলতে যথাসম্ভব চিকিৎসা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট কাতারিনা সেকেল্লারাপুলো ঘটনার নিন্দা জানিয়েছেন।