হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ পোল্যান্ড-লাটভিয়ায় টেনে নেওয়ার ইচ্ছা নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই বা যুদ্ধ পোল্যান্ড বা লাটভিয়ায় টেনে নেওয়ার ইচ্ছা তাঁর দেশের নেই। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। 

টাকার কার্লসনের এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৫টার দিকে পুতিনের নেওয়া সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর এটিই প্রথম কোনো মার্কিন সাংবাদিকের নেওয়া সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা বুঝতে পেরেছেন যে, রাশিয়াকে কৌশলগতভাবে হারানো পরাজিত করা অসম্ভব এবং এরপর কী করা উচিত বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন।’ এ সময় তিনি জানান, রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।

টাকার কার্লসনকে দেওয়া দুই ঘণ্টার সাক্ষাৎকারে পুতিন আরও অনেক বিষয়েই কথা বলেছেন। সাক্ষাৎকারে পুতিন জানান, তিনি বিশ্বাস করেন, ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গারশকোভিচকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। উল্লেখ্য, গারশকোভিচকে প্রায় এক বছর ধরে রাশিয়ায় আটক এবং দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন।

ন্যাটো সদস্য পোল্যান্ডে রুশ সৈন্য পাঠাবেন কি না, জানতে চাইলে পুতিন বলেন, ‘কেবল একটি চিত্রকল্প বিবেচনায় আমি এমনটি করব—যদি পোল্যান্ড রাশিয়া আক্রমণ করে। কারণ পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোথাও আমাদের কোনো আগ্রহ নেই। কেন আমরা তা করব? এসব এলাকায় আমাদের কোনো স্বার্থ নেই।’

সাক্ষাৎকারে পুতিন রুশ ভাষায় কথা বলেন এবং তাঁর বক্তব্য ইংরেজিতে ডাব করা হয়। সাক্ষাৎকারের শুরুতেই পুতিন ইউক্রেন, পোল্যান্ড এবং অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সম্পর্কে দীর্ঘ সময় কথা বলেন। 

পুতিন সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইউক্রেন ২০২২ সালের এপ্রিলে ইস্তাম্বুলে আলোচনায় যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে সম্মত হওয়ার পথে ছিল। কিন্তু যখনই কিয়েভের কাছ থেকে রাশিয়ার সেনা ফিরিয়ে নেওয়া হলো, তখনই তারা এই আলোচনা থেকে পিছু হটল। তিনি বলেন, ‘তাই এখন তাদেরই ভাবতে দিন তাঁরা কী করবে। আমরা এর বিরুদ্ধে নই।’ এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগে হোক বা পরে হোক, ইউক্রেন চুক্তিতে সম্মত হবেই।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বিগ্ন করে তুলছে। এই অবস্থায় কী রাশিয়ার সঙ্গে আলোচনা করে চুক্তি করাই উত্তম নয়? তাঁরা এরই মধ্যে বুঝে গেছে যে, রাশিয়া তার স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে।’

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৯

গাজায় ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

নিজ কর্মকর্তাদের লাই ডিক্টেটরের মুখোমুখি করার নির্দেশ জেলেনস্কির

তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করল হাঙ্গেরি

দুর্নীতির অভিযোগের জবাব দিতে প্রস্তুত আমার আইনজীবীরা: টিউলিপ

স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড

তুরস্কে বিরোধীদের এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক

ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন ল পেনের ৪ বছরের কারাদণ্ড

পুতিনের ওপর খেপলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে রাশিয়া