Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের মুসলিম নারী বিক্রির বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক

ভারতে ফের মুসলিম নারী বিক্রির বিজ্ঞাপন

এক বছরের মধ্যে ভারতে আবারও মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এবারও একটি অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করে নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে। এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে। 

এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপ ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই।

এমন অ্যাপে কোনো ঘটনা না ঘটলেও নারীদের হয়রানি করার জন্যই খোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেছেন, সুল্লি ডিলস যেমন দেখিয়েছে, বুলি বাইও তেমনি মুসলিম নারীদের ছবি দেখাচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ। এরই মধ্যে মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাব থেকে বুলি বাই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের