মাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাঁর ভাই পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর বোন রিতা তাঁদের মা নির্মলা দেবীকে বন্দী করে সম্পত্তির জন্য অত্যাচার করছেন।
ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছেন, মারধর করছেন। মায়ের ঊরুতে কামড়ে ওই নারী বলেন, ‘এটা তো খুব মজা লাগছে, আমি তোমার রক্ত খাব।’
তিন মিনিটের ভিডিওটিতে আরও দেখা যায়, রিতা ও তাঁর মা নির্মলা দেবী বিছানায় বসে আছেন। নির্মলা দেবী কাঁদছেন। রিতা তাঁকে আঘাত করছেন, মারধর করছেন। তারপর তাঁর ঊরুতে কামড়ে দিয়েছেন।
মারধরের পর রিতা তাঁর মাকে চুল ধরে টেনে নামিয়ে আবার কামড়ানোর চেষ্টা করেন। নির্মলা দেবী ছেড়ে দিতে বললে তাঁকে চড় মারেন রিতা। এরপর রিতা তাঁকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আবার মারধর এবং চিৎকার করতে থাকেন।
রিতা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তুমি চিরকাল বাঁচবে?’
রিতা আবার বলেন, ‘তুমি আমাকে এটা করতে বাধ্য করছ।’
রিতার ভাই নির্মলা দেবীর ছেলে অমরদীপ সিং অভিযোগ করেন, রিতা দুই বছর আগে রাজগড়ের সঞ্জয় পুনিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। তাদের মাকে সম্পত্তির জন্য অত্যাচার করতে শুরু করেন।
সিং আরও অভিযোগ করেন, কুরুকশেত্রায় তাঁদের পৈতৃক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন রিতা। চেয়েছিলেন সব সম্পত্তি তাঁর নামে করে নিতে।
তিনি দাবি করেন, রিতা তাঁকে বাড়িতে যেতে বাধা দেন এবং মিথ্যা অভিযোগ আনায় হুমকি দিয়েছেন।
আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার ইন্সপেক্টর সাধুরাম বলেন, রিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
মাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাঁর ভাই পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর বোন রিতা তাঁদের মা নির্মলা দেবীকে বন্দী করে সম্পত্তির জন্য অত্যাচার করছেন।
ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছেন, মারধর করছেন। মায়ের ঊরুতে কামড়ে ওই নারী বলেন, ‘এটা তো খুব মজা লাগছে, আমি তোমার রক্ত খাব।’
তিন মিনিটের ভিডিওটিতে আরও দেখা যায়, রিতা ও তাঁর মা নির্মলা দেবী বিছানায় বসে আছেন। নির্মলা দেবী কাঁদছেন। রিতা তাঁকে আঘাত করছেন, মারধর করছেন। তারপর তাঁর ঊরুতে কামড়ে দিয়েছেন।
মারধরের পর রিতা তাঁর মাকে চুল ধরে টেনে নামিয়ে আবার কামড়ানোর চেষ্টা করেন। নির্মলা দেবী ছেড়ে দিতে বললে তাঁকে চড় মারেন রিতা। এরপর রিতা তাঁকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আবার মারধর এবং চিৎকার করতে থাকেন।
রিতা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তুমি চিরকাল বাঁচবে?’
রিতা আবার বলেন, ‘তুমি আমাকে এটা করতে বাধ্য করছ।’
রিতার ভাই নির্মলা দেবীর ছেলে অমরদীপ সিং অভিযোগ করেন, রিতা দুই বছর আগে রাজগড়ের সঞ্জয় পুনিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। তাদের মাকে সম্পত্তির জন্য অত্যাচার করতে শুরু করেন।
সিং আরও অভিযোগ করেন, কুরুকশেত্রায় তাঁদের পৈতৃক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন রিতা। চেয়েছিলেন সব সম্পত্তি তাঁর নামে করে নিতে।
তিনি দাবি করেন, রিতা তাঁকে বাড়িতে যেতে বাধা দেন এবং মিথ্যা অভিযোগ আনায় হুমকি দিয়েছেন।
আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার ইন্সপেক্টর সাধুরাম বলেন, রিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
২ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
৩ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৭ ঘণ্টা আগে