Ajker Patrika

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৩: ৫৪
ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছে, মারধর করছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছে, মারধর করছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তাঁর ভাই পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর বোন রিতা তাঁদের মা নির্মলা দেবীকে বন্দী করে সম্পত্তির জন্য অত্যাচার করছেন।

ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক নারী তাঁর মাকে কামড়াচ্ছেন, মারধর করছেন। মায়ের ঊরুতে কামড়ে ওই নারী বলেন, ‘এটা তো খুব মজা লাগছে, আমি তোমার রক্ত খাব।’

তিন মিনিটের ভিডিওটিতে আরও দেখা যায়, রিতা ও তাঁর মা নির্মলা দেবী বিছানায় বসে আছেন। নির্মলা দেবী কাঁদছেন। রিতা তাঁকে আঘাত করছেন, মারধর করছেন। তারপর তাঁর ঊরুতে কামড়ে দিয়েছেন।

মারধরের পর রিতা তাঁর মাকে চুল ধরে টেনে নামিয়ে আবার কামড়ানোর চেষ্টা করেন। নির্মলা দেবী ছেড়ে দিতে বললে তাঁকে চড় মারেন রিতা। এরপর রিতা তাঁকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, আবার মারধর এবং চিৎকার করতে থাকেন।

রিতা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তুমি চিরকাল বাঁচবে?’

রিতা আবার বলেন, ‘তুমি আমাকে এটা করতে বাধ্য করছ।’

রিতার ভাই নির্মলা দেবীর ছেলে অমরদীপ সিং অভিযোগ করেন, রিতা দুই বছর আগে রাজগড়ের সঞ্জয় পুনিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। তাদের মাকে সম্পত্তির জন্য অত্যাচার করতে শুরু করেন।

সিং আরও অভিযোগ করেন, কুরুকশেত্রায় তাঁদের পৈতৃক সম্পত্তি ৬৫ লাখ রুপিতে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন রিতা। চেয়েছিলেন সব সম্পত্তি তাঁর নামে করে নিতে।

তিনি দাবি করেন, রিতা তাঁকে বাড়িতে যেতে বাধা দেন এবং মিথ্যা অভিযোগ আনায় হুমকি দিয়েছেন।

আজাদ নগর থানার স্টেশন হেড অফিসার ইন্সপেক্টর সাধুরাম বলেন, রিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত