জীবিত অবস্থায়ই ডেথ সার্টিফিকেট নিয়ে আসার জন্য ফোন পেলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানের বাসিন্দা চন্দ্রশেখর দেশাই। স্থানীয় পৌর কর্তৃপক্ষ থেকে সম্প্রতি তাঁকে ফোন দিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চন্দ্রশেখর দেশাই বলেন, ‘আমি থানে পৌর কর্তৃপক্ষের থেকে ফোন পাই এবং তাঁরা আমাকে আমার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে বলে।’
এদিকে এ ঘটনায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে।
থানে পৌরসভার ডেপুটি কমিশনার সন্দ্বীপ মালভি বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ভুল হয়েছে। মৃতদের ওই তালিকা পুনরায় সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।