ভারতের মধ্যপ্রদেশে এক মুসলিম ব্যক্তিকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার মধ্যপ্রদেশের উজ্জাইন জেলার সেকলি গ্রামে ওই মুসলিম ব্যক্তির সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এ নিয়ে মাহিদপুর থানা-পুলিশের সাব ডিভিশনাল অফিসার আরকে রায় বলেন, ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয় জয় শ্রীরাম না বললে তাঁকে ওই গ্রামে ব্যবসা করতে দেওয়া হবে না। তাঁর গাড়ি থামিয়ে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। পরে ওই ভুক্তভোগী ব্যক্তি থানায় এসে এফআইআর দায়ের করেন। পরে একটি মামলা দায়ের করা হয়।
আরকে রায় আরও বলেন, পুলিশ এই অন্যায়ের সঙ্গে জড়িতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে সমাজে একটি বার্তা যায় যে এই ধরনের ঘটনা সহ্য করা হবে না।