ছেলের তৃতীয় লিঙ্গের স্ত্রীকে দেখেই জ্ঞান হারিয়ে ফেললেন মা। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের সাসারামে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিহারের সাসারামের বাসিন্দা গোলুর সঙ্গে নন্দনী নামে এক তৃতীয় লিঙ্গের মানুষের প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছর তাঁরা লুকিয়ে বিয়ে করেন।
বিয়ের পরে গোলু তাঁর হিজড়া স্ত্রী নন্দনীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তাঁরা গোলুকে তাঁর স্ত্রীর কাছ থেকে আলাদা করার চেষ্টা করেন। যুবককে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়।
ওদিকে গোলুর খোঁজে নন্দনী এসে পড়েন শ্বশুরবাড়ি। বাড়িতে ছেলের স্ত্রীকে দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন মা। পানি ছিটিয়ে তাঁর জ্ঞান ফেরান নন্দনী।
কিন্তু হুঁশ ফিরেই এই বিয়ে অস্বীকার করেন। ছেলে ও পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেন।