Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন, সাবেক মুখ্যমন্ত্রী যোগ দিলেন তৃণমূলে

কলকাতা প্রতিনিধি

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন, সাবেক মুখ্যমন্ত্রী যোগ দিলেন তৃণমূলে

মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে মেঘালয়েও এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে এলো তৃণমূল। গতকাল বুধবার রাতে অধ্য মেটবা লিংডোকে চিঠি দিয়ে তৃণমূলে যোগদানের কথা জানান মুকুলসহ ১২ বিধায়ক। 

বহুদিন ধরেই জল্পনা চলছিল—উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যেও ফুটতে চলেছে ঘাসফুল (তৃণমূলের প্রতীক)। সেই জল্পনাই বুধবার গভীর রাতে সত্যি হলো। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ১৭ জন কংগ্রেস সদস্যের মধ্যে ১২ জনই যোগ দিলেন তৃণমূলে। 

মুকুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজ্যের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালার সঙ্গে তাঁর মতবিরোধ বহুদিন ধরেই চলছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বিষয়টি জানান তিনি। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই দল ছাড়েন তিনি। 

জানা গেছে, মুকুলের দলত্যাগে বড় ভূমিকা নিয়েছেন ভারতের বিশিষ্ট ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মেঘালয়ে থেকে তিনি মুকুলের দলত্যাগ নিশ্চিত করেন। উল্লেখ্য, আট বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল। 

দিল্লিতে তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তাঁরা কোনো দল ভাঙছেন না। কিন্তু কেউ তাঁদের দলে এলে তাঁদের স্বাগত জানানো হবে। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন তিনি।  

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু