Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার...

অনলাইন ডেস্ক

সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার...

ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’

চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’ 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। 

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু