ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির ডোঙ্গাজোড়া এবং শেখপাড়ার বাসিন্দারা বাঘের ভয়ে বিনিদ্র রাত কাটাতে বাধ্য হচ্ছেন। লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় তাঁরা বেশ উদ্বিগ্ন।
জানা গেছে, গত বুধবার একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে বন দপ্তরে খবর দেন। তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু ফল আসেনি। গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায়। গতকাল সোমবারও বাঘের গর্জন শোনা গেছে।
বন দপ্তর সূত্রের খবর, দুটি খাঁচায় ছাগল দিয়ে ফাঁদ পাতা হয়েছিল। কিন্তু সেই ফাঁদে বাঘ পড়েনি। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
রয়েল বেঙ্গল টাইগার এখনো ধরা না পড়ায় গ্রামবাসীদের আতঙ্কের পাশাপাশি বাড়ছে ক্ষোভও। লোকালয়ে বাঘের ভয়ে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অনেকে আবার বাঘ দেখতে ভিড় জমাচ্ছেন গ্রাম দুটিতে।