Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

মালাবদলের সময় কনেকে বরের চুমু, ভারতে আহত ৬ 

অনলাইন ডেস্ক

মালাবদলের সময় কনেকে বরের চুমু, ভারতে আহত ৬ 

আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বর। এ ঘটনার জের ধরে পরে ওই বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় দুই পরিবারের ছয় সদস্য এবং আটক করা হয় সাতজনকে। 

আজ বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সোমবার আলোচিত এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে। বিয়ের মঞ্চে নানা আনুষ্ঠানিকতার একপর্যায়ে মালাবদল করছিলেন বর-কনে। এ সময়ই কনেকে চুমু খান বর।

প্রতিবেদনে বলা হয়েছে, বরের আকস্মিক এমন কাণ্ডের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতির এমন অবনতি হয় যে কনের পরিবারের লোকেরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ওঠে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করেন। মারামারিতে শেষ পর্যন্ত কনের বাবাসহ দুই পরিবারের ছয়জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরে দুই পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া। 

পুলিশ জানায়, কনের বাবা একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন গত সোমবার রাতে। এর মধ্যে প্রথম বিয়েটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বিবাদ বাধে দ্বিতীয় বিয়েটিতে। 

কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই চুমু খেয়েছেন তাদের কন্যাকে। তবে বরের পরিবার বলছে, কনের আশকারা পেয়েই তাঁকে চুমু খাওয়ার ঘটনাটি ঘটেছে। 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে ভারতীয় অপরাধ বিধির ১৫১ ধারা অনুযায়ী, সাধারণ মানুষের শান্তি বিনষ্টের অভিযোগে দুই পক্ষের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের