Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কয়েক দশকের নিষেধাজ্ঞা ভেঙে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি ইসরায়েলের

কয়েক দশকের নিষেধাজ্ঞা ভেঙে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি ইসরায়েলের

জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণের টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির গতকাল বুধবার এই দাবি করেছেন। এর মধ্য দিয়ে মূলত জেরুসালেম নিয়ে কয়েক দশকের স্থিতাবস্থা তা ভেঙে দিতে যাচ্ছে দেশটি। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, বিগত কয়েক দশক ধরেই জেরুসালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ। কিন্তু এবার সেই স্থিতাবস্থা ভাঙতে যাচ্ছে। এ বিষয়ে ইতামার বেন গভির বলেছেন, তিনি টেম্পল মাউন্টে প্রার্থনা করেছেন এবং ইহুদিদেরও এই সাইটে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। 

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে একদল দর্শনার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেন গভির বলেন, ‘গত সপ্তাহে আমি টেম্পল মাউন্টে গিয়েছিলাম। আমি টেম্পল মাউন্টে প্রার্থনা করেছি এবং আমরা টেম্পল মাউন্টে প্রার্থনা করছি। আমি একটি রাজনৈতিক পর্যায়ে আছি এবং এই পর্যায়টি টেম্পল মাউন্টে প্রার্থনা করতে ইহুদিদের অনুমতি দিচ্ছে।’ 

জেরুসালেমের ওল্ড টাউনে অবস্থিত টেম্পল মাউন্ট ইহুদি ধর্মের লোকদের জন্য সর্বোচ্চ পবিত্র স্থান। ইহুদি ধর্ম অনুসারে, এই স্থানে বাইবেলে বর্ণিত দুটি উপাসনালয় নির্মাণ করা হয়েছিল। এই স্থানটি আবার মুসলিম ধর্মাবলম্বীদের কাছেও অনেক পবিত্র একটি স্থান। এই স্থানে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলিম ধর্মের প্রথম কেবলা। তবে বর্তমানে কাবা শরিফ ও মসজিদে নববীর পর এই আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। 

বর্তমান স্থিতাবস্থা অনুসারে, এই পবিত্র স্থানের কর্তৃপক্ষ মুসলিমদের বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে নিয়মিত নামাজের অনুমতি দেয়। তবে ইহুদিসহ অন্যান্য অমুসলিমরা কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশ করতে পারেন। বিশেষ করে ইহুদি কোনো ব্যক্তি এই স্থানে যেতে চাইলে তাঁকে ইসরায়েলি পুলিশ নিরাপত্তা দেয়।

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ছাড়াল ৬০০

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

আবুধাবিতে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

গাজায় চলমান বর্বরতায় ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের নির্মমতা-নৃশংসতা

হুতিদের হাতে ৭টি ড্রোন হারিয়ে ২০ কোটি ডলার খোয়াল যুক্তরাষ্ট্র

একুশ শতকের অশউইৎজ গাজা, হোতা জায়নবাদী ইসরায়েল: হামাস

ইসরায়েলে দাবানলে পুড়ল সংরক্ষিত বনাঞ্চল, জলে গেল কোটি টাকার পুনরুদ্ধার প্রকল্প

মে মাসে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প, হাতে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর এক মাসে প্রাণহানি ছাড়াল ২ হাজার