Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইসরায়েলি বিমান হামলায়’ হানিয়া নিহত, চরম প্রতিশোধের ঘোষণা হামাসের

‘ইসরায়েলি বিমান হামলায়’ হানিয়া নিহত, চরম প্রতিশোধের ঘোষণা হামাসের

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে নিজ বাসভবনে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। কেউ এই হামলার দায় স্বীকার না করলেও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে। ব্রিটিশ সাময়িকী টাইমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাসের এই দাবির পেছনে অবশ্য যৌক্তিকতাও আছে। কারণ, ইসরায়েল দীর্ঘদিন ধরেই হামাসের প্রধান ইসমাইল হানিয়াসহ অন্যান্য নেতাদের হত্যার চেষ্টা চালিয়ে আসছে। এমনকি দেশটির কর্মকর্তারা প্রকাশ্যে হামাস নেতাদের হত্যা করার কথা বলেছেন। 

আজ বুধবার তেহরানে যে হামলা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো মুখ খোলেনি। বিশ্লেষক রামি খৌরির মতে, গুপ্তহত্যা ইসরায়েলের পুরোনো কৌশল। হামাস ও হিজবুল্লাহ নেতাদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল প্রায়ই গুপ্তহত্যার প্রচেষ্টা চালিয়েছে অতীতে। তাই এই হামলায় ইসরায়েল জড়িত থাকার সম্ভাবনা আছে। এ ছাড়া, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদও এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে বলে ইতিহাসে প্রমাণ আছে। তবে এসব বিষয়ে তারা কখনোই মুখ খোলে না। 

ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে যে হামলা হয়েছিল, তাতে হানিয়ার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে। 

টাইমের প্রতিবেদন অনুসারে, ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হামাস তাদের বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, ‘তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরান সফরে গিয়েছিলেন।’ 

উল্লেখ্য, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। তবে হানিয়ার হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য দেয়নি ইরান। তবে ইরানের বিশ্লেষকেরা হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। 

আরও পড়ুন:–

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ছাড়াল ৬০০

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

আবুধাবিতে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

গাজায় চলমান বর্বরতায় ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের নির্মমতা-নৃশংসতা

হুতিদের হাতে ৭টি ড্রোন হারিয়ে ২০ কোটি ডলার খোয়াল যুক্তরাষ্ট্র

একুশ শতকের অশউইৎজ গাজা, হোতা জায়নবাদী ইসরায়েল: হামাস

ইসরায়েলে দাবানলে পুড়ল সংরক্ষিত বনাঞ্চল, জলে গেল কোটি টাকার পুনরুদ্ধার প্রকল্প

মে মাসে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প, হাতে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর এক মাসে প্রাণহানি ছাড়াল ২ হাজার