সিরিয়ায় আইএসের এক প্রথম সারির নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাঁর নাম খালিদ আয়াদ আহমাদ আল-জাবুরি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তি ইউরোপে হামলার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এ হামলায় কোনো সাধারণ নাগরিক নিহত হননি। সোমবার বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে হামলার ঘটনাটি ঘটে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইএসের সাংগঠনিক কাঠামো নির্ধারণের কাজ করতেন তিনি। তাঁর মৃত্যুতে গোষ্ঠীটির বাইরের কোনো অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করার ক্ষমতাকে কিছুটা হলেও ব্যাহত করবে।
মার্কিন নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক মাসগুলোতে উত্তর সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সিরিজ হামলা চালাচ্ছে। বর্তমানে সিরিয়া ও ইরাকে আইএসের ৫ থেকে ৭ হাজার সমর্থক রয়েছে। এদের অর্ধেকই যোদ্ধা বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।