Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

এএফপি, জেরুজালেম

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা জবাবে ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট সহযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ শনিবার (২ নভেম্বর) এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের স্যারন এলাকায় হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির পুলিশ গতকাল জানিয়েছে, এতে চার নারীসহ ১৯ জন আহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে তিনটি হামলা চালানো হয়। একটি হামলা এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, তিরা শহরে হামলায় অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে দেখা যায়, একটি ভবনের আগুন ধরেছে এবং সেখান থেকে ধোঁয়া উড়ছে। জরুরি সেবা বিভাগের কর্মী তাদের তৎপরতা চালাচ্ছেন।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের একাধিক এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে হাইফা শহরের কাছের একটি সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানাও রয়েছে। এর আগে তেল আবিবের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি