অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আজ রোববার। তবে বৈরী আবহেওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ইরানের অনুরোধের প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবক টুইটার) ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ও ইউরোপীয় ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেটর জ্যানেজ লিনারসিস বলেছেন, সাহায্যর জন্য ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধারকাজে অংশ নিতে যাচ্ছে ইইউয়ের কোপার্নিকাস-ইএমএস। সংস্থাটি এরই মধ্যে দুর্ঘটনাস্থল ম্যাপিং করা শুরু করে দিয়েছে।
আজ রোববার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এরপর অন্তত দুই ঘণ্টায় প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের বিষয়েও কিছু জানা যায়নি। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী হলো তাবরিজ শহর।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশে রওনা হয়েছেন।
ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
দুর্ঘটনাকবলিত ওই হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন ছিলেন
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দুর্ঘটনার কারণ বৈরী আবহাওয়া। এ কারণে উদ্ধার অভিযানও জটিল হয়ে উঠেছে। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সেনাবাহিনীর সমস্ত সরঞ্জাম ও সক্ষমতা এবং অভিজাত রেভল্যুশনারি গার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন—