Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স 

লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স 

দীর্ঘদিনের আশঙ্কা সত্যি করে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় পাঁচ শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। জবাবে ইসরায়েল লক্ষ্য করে কয়েক শ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই অবস্থায় এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেওয়ার আগেই ২১ দিনের যুদ্ধবিরতি আনতে চায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ২১ দিনের যুদ্ধবিরতি আনতে কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বিষয়টি জানিয়েছেন। 

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘একটি কূটনৈতিক সমাধান সত্যিই সম্ভব। সাম্প্রতিক দিনগুলোতে আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ২১ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনা ও কাজ করে যাচ্ছি।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন তিনি জানান, এ বিষয়ক পরিকল্পনা শিগগির প্রকাশ করা হবে। 

জ্যঁ-নোয়েল ব্যারো আরও বলেন, ‘বেসামরিক জনগণের সুরক্ষা এবং কূটনৈতিক আলোচনা শুরু করার অনুমতি দেওয়ার জন্য আমরা বিলম্ব না করে এটি (যুদ্ধবিরতি) গ্রহণ করার জন্য উভয় পক্ষের (ইসরায়েল ও হিজবুল্লাহ) ওপর নির্ভর করছি।’ 

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্থল অভিযানের জন্য প্রশিক্ষণরত সেনাদের সঙ্গে কথা বলেছেন। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জেরে বছরখানেক ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তসীমান্ত লড়াই চলছে। এতে শত শত মানুষ মারা গেছে। নিহতদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া উভয় পক্ষে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলছে, তারা হামাসের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা এটি থামাবে না।

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ছাড়াল ৬০০

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

আবুধাবিতে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

গাজায় চলমান বর্বরতায় ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের নির্মমতা-নৃশংসতা

হুতিদের হাতে ৭টি ড্রোন হারিয়ে ২০ কোটি ডলার খোয়াল যুক্তরাষ্ট্র

একুশ শতকের অশউইৎজ গাজা, হোতা জায়নবাদী ইসরায়েল: হামাস

ইসরায়েলে দাবানলে পুড়ল সংরক্ষিত বনাঞ্চল, জলে গেল কোটি টাকার পুনরুদ্ধার প্রকল্প

মে মাসে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প, হাতে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর এক মাসে প্রাণহানি ছাড়াল ২ হাজার