Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের চর সন্দেহে ৭ ইহুদি ইসরায়েলিকে আটক করল নেতানিয়াহু সরকার 

অনলাইন ডেস্ক

ইরানের চর সন্দেহে ৭ ইহুদি ইসরায়েলিকে আটক করল নেতানিয়াহু সরকার 

ইসরায়েলের সামরিক ঘাঁটি ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর গোয়েন্দাগিরির অভিযোগে সাত ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত ও পুলিশ তাঁদের আটক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

শিন বেত ও ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা একটি গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, যার সঙ্গে ইসরায়েলি নাগরিকেরা জড়িত ছিলেন এবং তাঁরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো সম্পর্কে ইরানের জন্য স্পর্শকাতর তথ্য সংগ্রহ করছিলেন। 

আসামিরা সবাই ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকার বাসিন্দা। তাঁরা সবাই ইহুদি। তাঁদের মধ্যে আজিস নিসানোভ, আলেকজান্ডার সাদিকভ, ভায়াচেস্লাভ গুশচিন, ইয়েভগেনি ইয়োফে এবং ইয়িগাল নিসান নামে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। দুজন নাবালক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। 

ইসরায়েলি পুলিশ ও শিন বেত জানিয়েছে, এই সন্দেহভাজনরা ‘আলখান’ এবং ‘ওরখান’ নামে দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তার নির্দেশনায় দুই বছরের বেশি সময় ধরে কাজ করেছেন এবং তাঁরা ইসরায়েলজুড়ে বিভিন্ন সামরিক ঘাঁটি, বন্দর, আয়রন ডোম সিস্টেম এবং জ্বালানি অবকাঠামোর ওপর ‘বিস্তৃত পর্যবেক্ষণ মিশন’ পরিচালনা করেছেন। এই গোয়েন্দা চক্র জানত যে, তারা যে তথ্য সংগ্রহ করেছে তা শত্রুদের (ইসরায়েলে) ক্ষেপণাস্ত্র হামলায় সাহায্য করতে পারে। 

তারা আরও জানিয়েছে, এই অভিযানে অভিযুক্তরা কিছু ইসরায়েলি নাগরিকের ওপর গোয়েন্দাগিরি এবং কৌশলগত স্থাপনার ছবি তুলেছেন ও তথ্য সংগ্রহ করেছেন, যা ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের কর্মকাণ্ডের জন্য ইরান থেকে কয়েক লাখ ডলার পরিশোধ করা হয়েছিল, যার অধিকাংশই পরিশোধ করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে। 

আটকৃতদের কাছ থেকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিভিন্ন ঘাঁটির ছবি ও ভিডিও, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর বিষয়ে বিপুল পরিমাণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শিন বেত ও পুলিশ। 

ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন ইরানি গুপ্তচরকে আটক করেছে। এ ঘটনার আগে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করার জন্য ৭৩ বছর বয়সী একজন ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, মোতি মামান নামের ওই ব্যক্তিকে দুবার ইরানে চোরাপথে নিয়ে যাওয়া হয়েছিল এবং নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছিল।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি